• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:১৭:৫০ (03-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:১৭:৫০ (03-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কিশোরগঞ্জে মাদ্রাসা সুপারের পদত্যাগের দাবিতে মানববন্ধন

২৯ আগস্ট ২০২৪ বিকাল ০৩:০১:৩৭

কিশোরগঞ্জে মাদ্রাসা সুপারের পদত্যাগের দাবিতে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নে মাগুরা মুন্সি পাড়া দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম মোটা অঙ্কের টাকার বিনিময়ে গোপনে নিয়োগ দেওয়ার প্রতিবাদে পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসী। ২৯ আগস্ট বৃহস্পতিবার বেলা ১১টায় মাগুরা মুন্সিপাড়া দাখিল মাদ্রাসা মাঠে প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী এই মানববন্ধন করেন।

ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সেই সময়ের সভাপতি শামসুল ইসলাম ও সুপার রফিকুল ইসলাম অবৈধভাবে মোটা অঙ্কের টাকার বিনিময়ে মাদ্রাসার কয়েকটি ৪র্থ শ্রেণির পদে নিয়োগ দিয়েছেন। আমরা এই অবৈধ নিয়োগের প্রতিবাদে সুপারের পদত্যাগ চাই। সেই সাথে সুপারের অভ্যন্তরীণ দুর্নীতি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বিচারের দাবি জানাচ্ছি।

আন্দোলনকারীর সমন্বয়ক বাদশা মিয়া বলেন, এই দাখিল মাদ্রাসাটি অতীতে অনেক ভালোই চলছিল। কিন্তু সভাপতি সামছুল ও সুপার রফিকুল ইসলাম দুর্নীতির আখড়া হিসেবে গড়ে তুলেছেন। এজন্য আমরা সবাই তার পদত্যাগের জোর দাবি জানাচ্ছি। অপর একজন সমন্বয়ক লজেন্স বলেন সভাপতি ও সুপারের অন্যায় দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে উঠায় চরম শিখরে পৌঁছে গিয়েছে যেটা স্থানীয় সকল শ্রেণি-পেশার মানুষ আমরা অবগত হয়েছি। এজন্য সুপার রফিকুল ইসলামের দ্রুত পদত্যাগ চাই।

এবিষয়ে সুপার রফিকুল ইসলাম প্রতিষ্ঠানে উপস্থিত না থাকায় সহকারী সুপার খেতাব উদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন, স্থানীয় কিছু দুষ্কৃতি লোক সুবিধা চেয়েছিল, না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে অন্তবর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে সুপারসহ প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে।

উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি হক বলেন, আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখে ব্যবস্থা নিব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শার্শায় প্রতিবন্ধী সম্মেলন অনুষ্ঠিত
৩ ডিসেম্বর ২০২৪ রাত ০৯:১১:৫৯

কক্সবাজারে অস্ত্রসহ আটক ২
৩ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫০:৫৯







শ্রীপুরে দুই ভাইয়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
৩ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:৫৬:২৩