• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৪:৫০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৪:৫০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কসবার গ্যাস ভারতে চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

২৯ আগস্ট ২০২৪ বিকাল ০৫:৪৮:৫১

কসবার গ্যাস ভারতে চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবার গ্যাস ভারত চুরি করে নিয়ে যাচ্ছে এমন অভিযোগ এনে স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ২৯ আগস্ট বৃহস্পতিবার বেলা ১১টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকার জনগণকে নিয়ে তারাপুর গ্যাস কূপ সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তানভীর আহাম্মদ শাহিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, কসবা পৌর বিএনপির আহ্বায়ক মো. শরিফুল ইসলাম ভূইয়া, উপজেলা যুবদল সদস্য সচিব মো. জিয়াউল হুদা শিপন, গ্যাস কূপ জমির মালিক মো. জমসেদ মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মো. শরিফ আহাম্মদ সরকার, মো. শামিম রেজা, তাহমিনা আক্তার লিটা, ছাত্রদল নেতা মো. শহীদুল খা, কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. বিল্লাল মিয়া প্রমুখ।

বক্তাগণ দাবি করেন, ২০১৮ সালে কসবার তারাপুর গ্যাস কূপ খনন করার পর সরকারের পক্ষ থেকে জানানো হয় এখানে পর্যাপ্ত গ্যাস আছে যা জাতীয় গ্রিডে সরবরাহ করে স্থানীয় চাহিদা মেটানো যাবে। কিন্তু পরবর্তীতে জনগণকে না জানিয়েই গ্যাস কূপ বন্ধ করে দেয়া হয়। কসবার তারাপুর গ্যাস ক্ষেত্রটি বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমানার মাত্র ৪শ গজ পশ্চিমে অবস্থিত। এদিকে ২০১৮ সালে ওই সীমা রেখার ৩শ ফুট পূর্বে কমলাসাগর দিঘীর উত্তরাংশে ভারত গ্যাস কূপ খনন করে বিগত ৭ বছর যাবত গ্যাস উত্তোলন করছে।

বক্তারা বলেন, বিগত সরকারের প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রী এই গ্যাস ক্ষেত্রটি ভারতের কাছে গোপনে বিক্রি করে দিয়েছেন। তারা আরও বলেন, তাদের কাছে তথ্য রয়েছে কুপটির গ্যাস নিয়ে যাচ্ছে ভারত। তবে ৩ হাজার ৮শ ফুট নীচে আরো একটি গ্যাসের স্তর রয়েছে। যা হবে সারা বাংলাদেশের মধ্যে বড় গ্যাস ক্ষেত্র।

এ বিষয়ে সালদা গ্যাস ফিল্ড ইনচার্জ শাহরিয়ার বারীর ফোনে যোগাযোগ করলে তিনি জানান, ভারত আড়াআড়িভাবে কূপ খনন করে বাংলাদেশের গ্যাস নিচ্ছে কি না আমার জানা নাই। আমি সবে মাত্র কসবার সালদা গ্যাস ফিল্ডে যোগদান করেছি। তারাপুর গ্যাস ক্ষেত্রটি সালদা গ্যাস ফিল্ডের অধীনে। আমি যতটুকু জানি প্রয়োজনীয় অর্থের জন্য আমরা তারাপুর গ্যাসক্ষেত্রে আরও কূপ খনন করতে পারছি না। যে দুটো কূপ খনন হয়েছে এতে আমরা আর্থিকভাবে লাভবান হবো না বলে এর উৎপাদন বন্ধ রাখা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০