নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে এক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। এসময়ে সহকারী শিক্ষকরা তাদের সঙ্গে একাত্মতা পোষণ না করায় তাদেরকে ১ ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়।
২৯ আগস্ট বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার গাড়াগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এসময়ে সহকারী শিক্ষকদের অফিস কক্ষে রেখে ৩০ মিনিট সময় দিয়ে কক্ষের গেটে শিক্ষার্থীরা অবস্থান করেন।
এসময়ে দেখা যায়, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর সাত্তারের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করেন। অন্যান্য সহকারী শিক্ষকরা অফিস কক্ষে বসে ছিলেন। পরে কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয়রা এসে তাদের একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণ করতে বলেন। এতে সহকারী শিক্ষকরা রাজি না হলে তাদের ৩০ মিনিট সময় বেধে দিয়ে রুমে অবরুদ্ধ করে রাখেন।
এসময় শিক্ষার্থী ও স্থানীয়রা কক্ষের বাইরে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দেন। এক ঘণ্টা পরে তারা অফিস কক্ষে প্রবেশ করলে একজন শিক্ষক হাতজোড় করে মাফ চেয়ে শিক্ষার্থীদের সাঙ্গে মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এছাড়া শিক্ষার্থী ও স্থানীয়রা জলঢাকা-রংপুর মহাসড়ক প্রায় দুই ঘণ্টা ধরে অবরোধ করে রাখেন। এতে সড়কের দুপাশে প্রায় কয়েকশত যানবাহন আটকা পড়ে। এসময়ে জরুরি রোগী বহনকারী একটি গাড়িকে ফেরত যেতে দেখা যায়।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমি হকের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কল রিসিভ করেননি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available