• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১০:৩৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১০:৩৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নড়াইলের মাথাভাঙ্গা বাজারে অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি

৩০ আগস্ট ২০২৪ সকাল ০৯:০২:৫৪

নড়াইলের মাথাভাঙ্গা বাজারে অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার মাথাভাঙা বাজারে অগ্নিকাণ্ডে মোল্যা স্টোরের দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে নগদ টাকাসহ মালামাল পুড়ে প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিক। এ ঘটনায় দোকান মালিক বাবুল মোল্যা মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন। প্রচণ্ড মানসিক চাপে অসুস্থ হয়ে পড়েছেন।

২৯ আগস্ট বৃহস্পতিবার রাতে তিনি মানসিক চাপে অসুস্থ হয়ে পড়েন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। এর আগে ২৮ আগস্ট বুধবার দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাবুল মোল্যা ওই গ্রামের মৃত হাজী সলেমান মোল্যার ছেলে।

বাবুল মোল্যার ছেলে মুজাহিদুল ইসলাম জানান, বুধবার রাতে তার বাবা দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। রাত অনুমান সোয়া ১২টার দিকে পার্শ্ববর্তী চায়ের দোকানদার আকাশ মোল্যা আগুন দেখে তাদের বড়িতে খবর দেয়। পরে স্থানীয়রা কালিয়া ফায়ার সার্ভিসে খবর দেয়। এলাকার শতশত লোক আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে করেন। ততক্ষণে নগদ টাকাসহ প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়ে যায়।

এ বিষয়ে কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর হুমায়ুন কবির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। সে ক্ষেত্রে সঠিক তদন্ত হলে আসল কারণ জানা যাবে। তবে দু’টি দোকানের একটির সম্পূর্ণ মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫