মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মাধবদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্বরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৫টায় মাধবদীর একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাধবদী শহর, থানা ও নরসিংদী জেলা শাখার নেতৃবৃন্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মো. সুমনের পরিবারের খোঁজখবর নেন এনং পরিবারের হাতে ২ লক্ষ টাকা নগদ অর্থ তুলে দেওয়া হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নরসিংদী জেলা শাখার আমীর মাওলানা মোছলেহ উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবদী শহর শাখার আমীর মাওলানা আমিনুল হক। মাধবদী শহর শাখার সেক্রেটারি মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা শাখার সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেন, মাধবদী থানা শাখার আমীর আব্দুল জাব্বার।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী থানা শাখার সেক্রেটারি আব্দুল আজিজ, মাধবদী শহর শাখার সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন, জামায়াত নেতা ইব্রাহিম মোল্লা, ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন নরসিংদী জেলা সেক্রেটারি জাফরুল্লাহ খান, জামায়াত নেতা ডা. আলতাফ হোসেন, আওলাদ হোসেন ফকির, শিবির নেতা মো. সোহাগ, রাফসান, রাব্বিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available