নীলফামারী প্রতিনিধি: বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা নীলফামারীর সৈয়দপুরে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে এক বিশাল কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট বুধবার রাতে সৈয়দপুর মিউজিক অ্যাসোসিয়েশনের আয়োজনে কনসার্ট ফর ফ্লাড ভিকটিম’ শিরোনামে শহরের ফাইভ স্টার মাঠে ওই কনসার্টটি অনুষ্ঠিত হয়।
এতে ওই কনসার্টে সাড়ে ৪ লাখ টাকা ও সমপরিমাণ ত্রাণ সংগ্রহ করে বন্যার্তদের সহায়তা দিয়েছে সৈয়দপুর মিউজিক অ্যাসোসিয়েশন। কনসার্টে বিনা পারিশ্রমিকে গান গেয়ে অর্থ সংগ্রহে সহায়তা করেছেন দেশের নামকরা ও স্থানীয় শিল্পীরা।
গান পরিবেশন করেন মন পাঁজরে শুধু তুমি আছ খ্যাত শিল্পী কাজী শুভ, আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখিরে খ্যাত শিল্পী হৃদয় জেজে, উত্তরবঙ্গের জ্যামস খ্যাত বাপ্পি আরনাফ, আদিত্য জয়, আমিনুল শুভসহ স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন। কনসার্টে শহর ও এর আশপাশ এলাকা থেকে হাজার হাজার দর্শক উপস্থিত হন এবং বন্যার্তদের জন্য অনুদান দেন মন খুলে।
সৈয়দপুর মিউজিক অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শিল্পী বাপ্পি আরনাফ ও আদিত্য জানান, দেশের বিভিন্ন জেলায় বন্যার কারণে ভয়াবহ সংকটের সৃষ্টি হয়েছে। আমরা গায়ক, আমাদের কাজই হচ্ছে সঙ্গীত। তাই সঙ্গীদের মাধ্যমে কীভাবে বন্যার্তদের সহযোগিতা করা যায় এজন্য আমাদের এই আয়োজন।
কনসার্টের সার্বিক সহযোগিতা করে ড্রিম প্লাস হোটেল অ্যান্ড রিসোর্টের ম্যানেজিং ডাইরেক্টর তৌহিদার রহমান তৌহিদ ও কনসার্ট আয়োজকদের অন্যতম রবিউল রবি জানান, বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে শিল্পীদের এই আয়োজন। এখানে কোন শিল্পী কোন পারিশ্রমিক নেইনি এবং আমাদের আয়োজনে যাবতীয় ডকুমেন্ট বিনামূল্যে সরবরাহ করেছে সংশ্লিষ্টরা।
বন্যার্তদের জন্য অর্থ ও ত্রাণ সংগ্রহে সৈয়দপুর মিউজিক অ্যাসোসিয়েশনের এই কনসার্টে শহরের বিভিন্ন স্বেচ্ছাসেবীরাও স্বেচ্ছায় শ্রম দিয়ে অর্থ সংগ্রহে সহায়তা করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available