স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেট কেন্দ্রীয় কারাগারে ফজলে আমিন (৫৮) নামের এক হত্যা মামলার আসামি আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
৩০ আগস্ট শুক্রবার বিকেল সাড়ে ৪টায় সিলেট কেন্দ্রীয় কারাগারের শিমুল ভবনের নিচ তলার ২ নম্বর মানসিক ওয়ার্ডের বাথরুমের অজুখানার অংশের দেয়ালের ভেন্টিলেটরের গ্রিলের সঙ্গে লুঙ্গি গলায় পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ফজল। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফজলে আমিন সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার নিশ্চিন্তপুর গ্রামের দৃমন খানের ছেলে।
কারা সূত্র জানায়, ফজলে আমিনকে গত ৩ আগস্ট সুনামগঞ্জ থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। তার মানসিক অবস্থা খারাপ থাকায় তাকে চিকিৎসার জন্য এখানে নিয়ে আসা হয়।
সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী বলেন, ‘শুক্রবার বিকালে ফজল আমিন নামের ওই হাজতিকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। তাকে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’
এর আগেও চলতি বছরের ৩ জুন সিলেট কেন্দ্রীয় কারাগারে ইউনুস আলী নামের আরেক হাজতি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ওই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই কারারক্ষী ও একজন সহকারী হেড ওয়ার্ডকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available