• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৫:২২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৫:২২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙামাটির সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে হত্যা মামলা

১ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৯:০৪:৩১

রাঙামাটির সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে হত্যা মামলা

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি পৌরসভার সদ্য সাবেক মেয়র ও জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী ও পৌর আওয়ামী লীগের সভাপতি সোলায়মান চৌধুরীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। রাঙামাটির পার্শ্ববর্তী রাঙ্গুনিয়ায় পাহাড় কাটার সময় মাটি চাপায় শিশুসহ তিন জন নিহত হওয়ার ঘটনায় এই মামলা দায়ের করা হয়।

গত ২৭ আগস্ট চট্টগ্রামের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শহিদুল ইসলামের আদালতে এই মামলাটি দায়ের করেন মো. নাজিম উদ্দিন নামের এক ভুক্তভোগী।

আদালত আবেদনটি আমলে নিয়ে রাঙ্গুনিয়া থানাকে মামলা হিসেবে গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন। এই মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক মন্ত্রী ও রাঙ্গুনিয়ার এমপি হাছান মাহমুদকে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৭ সালের ৩০ ডিসেম্বর দুপুর ১২টার দিকে রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে বনবিভাগের সংরক্ষিত লেলাং পাহাড়ে ১নং আসামির পালিত সন্ত্রাসীরা মাটি কাটার সময় পাহাড়ের মাটি চাপা পড়ে রাঙ্গুনিয়ার মোহাম্মদপুর গ্রামের মো. আমির আলী (৩২), দিদারুল আলম (২৫) ও মো. আকিব (১০) নামের তিনজন নিহত হন।

ওই পাহাড়টি আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী হাছান মাহমুদের দখল করা এবং তার নির্দেশে মাটি কাটা হচ্ছিলো বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে। এই মামলায় সর্বমোট ২৭৮ জনকে আসামি করা হয়েছে। আসামিদের তালিকায় ৫৮ নম্বরে সোলায়মান চৌধুরীর এবং ৫৯ নম্বরে আকবর হোসেন চৌধুরীর নাম উল্লেখ রয়েছে। তবে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ঘটনায় রাঙ্গামাটির নেতৃবৃন্দ কীভাবে সংশ্লিষ্ট তার কোনো উল্লেখ নেই।

এদিকে, গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুতির পর থেকে রাঙামাটিতে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি-জামায়াতের পক্ষ থেকে কোনো মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।

এমতাবস্থায় রাঙামাটির সাবেক মেয়র ও জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী ও পৌর আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সোলায়মান চৌধুরীর বিরুদ্ধে পার্শ্ববর্তী রাঙ্গুনিয়া থানার ঘটনায় হত্যা মামলা দায়ের করার বিষয়টি রাঙামাটিতে টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০