• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫০:৩৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫০:৩৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মালয়েশিয়ায় অপহরণকারীদের হাতে খুন হওয়া প্রবাসীর লাশ টাঙ্গাইলে

২ এপ্রিল ২০২৩ বিকাল ০৪:১৬:০৫

মালয়েশিয়ায় অপহরণকারীদের হাতে খুন হওয়া প্রবাসীর লাশ টাঙ্গাইলে

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি: মালয়েশিয়ায় অপহরণকারীদের হাতে খুন হওয়া বাংলাদেশি প্রবাসীর লাশ টাঙ্গাইলের গ্রামের বাড়িতে এসে পৌঁছেছে। অল্প বয়সে বাবাকে হারিয়ে সংসারের হাল ধরতে ১৫ বছর আগে মালয়েশিয়া পাড়ি জমান সোহেল মিয়া (৩৯)। প্রবাসে একটি কারখানায় কাজ করতেন তিনি। নিহত প্রবাসী-টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দক্ষিণ ধলাপাড়া গ্রামের মূত আহমেদ মিয়ার ছেলে।

নিহত সোহেলের চাচি সাহেরা বেগম জানান, ১ এপ্রিল শনিবার অ্যাম্বুলেন্সযোগে তার লাশ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দক্ষিণ ধলাপাড়া গ্রামে নিয়ে যাওয়া হয়। এর আগে রাত ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে নিহত সোহেলের কফিন। লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন একমাত্র ছেলে হারানো মা আমিনা বেগম ও আত্মীয়স্বজনরা। তারা হত্যাকারীদের দ্রুতত গ্রেফতার ও তাদের শাস্তি দাবি জানান।

সাহেরা বেগম আরও জানান, ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর রাতে মালয়েশিয়ার তামিলজায়া এলাকার বাসার কাছ থেকে অপহরণ করা হয় সোহেলকে। মেরে ফেলার হুমকি দিয়ে ২৭ সেপ্টেম্বর ৫ লাখ টাকা মুক্তিপণও আদায় করে অপহরণকারীরা। এরপর মুক্তি না পাওয়ায় মালয়েশিয়ায় দুটি মামলা করেন সোহেলের মামা মিজানুর রহমান। মামলার প্রেক্ষিতে কাজং থানা পুলিশ চার প্রবাসী বাংলাদেশিকে গ্রেফতার করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ৬ অক্টোবর কুয়ালালামপুর থেকে ৩০ কিলোমিটার দূরে জায়া ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকার একটি জঙ্গল থেকে ৩৯ বছর বয়সী সোহেলের লাশ উদ্ধার করা হয়। অর্ধগলিত লাশের হাত ও মুখ টেপ ও সারং দিয়ে বাঁধা ছিল। ৬ মাস অপেক্ষার পর লাশ দেশে আসলো।

ঘাটাইল থানার মামলার তদন্ত কর্মকর্তা সাখাওয়াত সেন বলেন, সোহেলকে অপহরণের পর হত্যার ঘটনায় মালয়েশিয়া ও বাংলাদেশ মামলা করা হয়েছে। তার লাশ দেশে এসেছে। হত্যার ঘটনায় আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০