• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০১:৫৮:২২ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০১:৫৮:২২ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

লক্ষ্মীপুরে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

১ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৪:৪২:৫৩

লক্ষ্মীপুরে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর ও রায়পুর উপজেলার বন্যা কবলিত এলাকার দুর্গত ৬০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১ সেপ্টেম্বর রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয় সম্পাদক লায়ন হারুন অর রশিদ হিরো বন্যাদুর্গত এলাকায় এসব খাদ্য সহায়তা বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাছির, রায়পুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটন, জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান সোহেল, যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা কৃষকদলের সভাপতি মাহবুব আলম মামুন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ অনেকে।

জানা গেছে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের প্রত্যেক নেতাকর্মীকে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান। তারই ধারাবাহিকতায় দলীয় নির্দেশনা বাস্তবায়নে লক্ষ্মীপুরসহ বন্যাদুর্গত এলাকায় বিএনপির ত্রাণ বিতরণ কাজ অব্যাহত রয়েছে। এতে যুবদল নেতা হিরোর উদ্যোগে লক্ষ্মীপুর দালালবাজার ও রায়পুরের চরমোহনা ইউনিয়নের ৬০০ দুর্গত পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয় সম্পাদক লায়ন হারুন অর রশিদ হিরো বলেন, লক্ষ্মীপুর আমার জেলা। এখানকার মানুষ ভয়াবহ বন্যায় দুঃখ দুর্দশার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। আমি সাধ্যমতো তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। একইসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান থাকবে বন্যায় ক্ষতিগ্রস্তদের যেন পুনর্বাসন নিশ্চিত করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সুন্দরগঞ্জে ৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম
২৩ নভেম্বর ২০২৪ দুপুর ০১:২৬:২২


বেঁচে ফির‌ব ব‌লে আশা ক‌রিনি: ওমর সা‌নিয়াত
২৩ নভেম্বর ২০২৪ দুপুর ১২:৫৪:৫৯