স্টাফ রিপোর্টার, সাভার: সাভারের আশুলিয়ায় শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষক-শিক্ষার্থীরা।
১ সেপ্টেম্বর রোববার দুপুরের দিকে আশুলিয়ার পলাশবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় ১০-১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শিক্ষকদের সমন্বয়ে পলাশবাড়ী ছাত্র যুব সমাজের নেতৃত্বে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় বাড্স ভ্যালি স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য প্রদান করেন বাড্স ভ্যালি স্কুল অ্যান্ড কলেজের পরিচালক আহসান মাহবুব ও ভুক্তভোগী প্রিন্সিপাল জহিরুল হক।
বাড্স ভ্যালি স্কুল অ্যান্ড কলেজের পরিচালক আহসান মাহবুব বলেন, গতকাল সন্ধ্যায় আমাদের বাড্স ভ্যালি স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রিন্সিপাল জহিরুল হকের বাড়িতে একদল দুর্বৃত্ত সন্ত্রাসী বাহিনী চাঁদাবাজির উদ্দেশ্যে প্রবেশ করে ঐ শিক্ষক ও তার মাকে মারধর করাসহ পরিবারকে বিভিন্নভাবে হেনস্তা করে। তারই প্রতিবাদে আজ আমরা শিক্ষক-শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করছি। ভুক্তভোগী ঐ শিক্ষকের বাড়িতে যারা হামলা চালিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।
এ প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, সাউথ ভিশন স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ কামাল উদ্দিন, পলাশবাড়ী বৈষম্য বিরোধী ছাত্র সমাজের সমন্বয়ক হোসাইন মোহাম্মদ ফজলে রাব্বিসহ আরও অনেকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available