নোয়াখালী প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্ল্যা বুলু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বেগমগঞ্জ উপজেলার ১৫ দিন ১৬ ইউনিয়ন ও চৌমুহনী পৌরসভাসহ বিভিন্ন স্থানে পানিবন্দি বন্যার্তদের পাশে দাঁড়ান এবং বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণ পৌঁছিয়ে দিন।
২ সেপ্টেম্বর সোমবার বিকেলে চৌমুহনী পৌরসভার ৫টি স্থানে খাদ্য সামগ্রী ও ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি। চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শামিমা বরকত লাকি।
বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভার সকল নেতাকর্মীদের উদ্দেশ্য করে বরকত উল্ল্যা বুলু বলেন, মানুষ এখন পানিতে বাসছে। ভারত তাদের পৈশাচিক আচরণ দেখিয়ে বাংলাদেশের মানুষকে পানিতে ভাসিয়ে দিতে চেয়েছে কিন্তু বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আজকে সবাই বন্যার্তদের পাশে দাঁড়িয়ে বুঝিয়ে দিয়েছে বিপদে তারা একা নয়।
বুলু আরও বলেন, মোদির বান্ধবীকে বাঁচাতে মানুষ সৃষ্ট এ বাঁধ ছেড়ে দিয়ে ১১টি জেলা মানুষকে পানিবন্দি করে। ১৯৭৫ সালে ১৫ আগস্ট পটপরিবর্তন আগে শেখ মজিবুর রহমান সিরাজ শিকদারকে হত্যা করে। হত্যার রাজনীতি শুরু করে, আর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষক রণাঙ্গনের মুক্তিযোদ্ধা উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ দাস, সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, পৌর সাধারণ সম্পাদক মো. মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন দুলাল, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক, সেক্রেটারি আফতাফ উদ্দিন মাসুদ এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available