• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৫:৫৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৫:৫৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঠিকাদার লাপাত্তা, দুর্ভোগে হরিরামপুরের ৮ গ্রামের মানুষ

৩ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৪:২৭:৩৪

ঠিকাদার লাপাত্তা, দুর্ভোগে হরিরামপুরের ৮ গ্রামের মানুষ

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের ঝিটকা উজানপাড়া থেকে ভাদিয়াখোলা বাজার পর্যন্ত সড়ক নির্মাণের কাজ দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে। নির্মাণাধীন সড়কে বৃষ্টির পানি জমায় চলাচলের অনুপযোগী হওয়ায় দুর্ভোগে প্রায় ৭/৮টি গ্রামের মানুষ হাজার হাজার মানুষ।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে জিডিবি-৩ প্রকল্পের আওতায় হরিরামপুরের বাল্লা ইউনিয়নের ঝিটকা উজানপাড়া থেকে ভাদিয়াখোলা বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার পিচ ঢালাইয়ের সড়কের কাজের আহ্বান করা হয়। পরে এক কোটি ৭ লাখ ৫৮ হাজার ৫৫৬ টাকায় শেখ এন্টারপ্রাইজ নামের ঠিকাদার প্রতিষ্ঠান রাস্তাটির পাকাকরণের কাজ পায়।

সরেজমিন ঘুরে দেখা গেছে, প্রায় বছর খানেক আগে শেখ এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানটি রাস্তা পাকাকরণের কাজ শুরু করে। দেড় বছর মেয়াদি এই প্রকল্পের কাজ শেষ হয়েছে অর্ধেকের মতো। শুরুতে টানা তিন/চার মাস কাজ করে পুরো রাস্তায় বালি ফেলে ভরাট করা হয়। বালির সাথে সামান্য খোয়া ফেলে যাতায়াতের উপযোগী করা হলেও প্রায় ছয় মাসের অধিক সময় ধরে কাজ বন্ধ রেখেছে ঠিকাদার। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় টানা বৃষ্টির কারণে পুরো রাস্তা জলাবদ্ধতায় রূপ নিয়েছে। কোথাও কোথাও হাঁটু পানি। রাস্তার অনেক জায়গা ভেঙে খোয়া চলে যাচ্ছে পাশের জমিতে। চলাচলের অনুপযোগী হওয়ায় যাতায়াতেও বেশ সমস্যা হচ্ছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।

এই সড়কে চলাচল করা অটোচালক রহমান বিশ্বাস জানান, ‘এই সড়কটা ৫/৬ মাসের বেশি সময় ধরে বন্ধ আছে। তারমধ্যে বেশ কয়েকদিন টানা বৃষ্টি হওয়ায় রাস্তার প্রাণ নেই বললেই চলে। এই সড়ক দিয়ে নিয়মিত বড় বড় যানবাহন চলায় গাড়ির চাকায় রাস্তার দুই পাশ দেবে গেছে। যার কারণে আমাদের মত ছোট ছোট যানবাহন চালকরা বিপাকে পড়েছে। এখন এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে হেঁটেই চলাচল করাই কষ্ট।

খেরুপাড়া গ্রামের সাজিদুর রহমান জানান, ‘দীর্ঘ ৫/৬ মাস যাবৎ কাজ বন্ধ আছে। এই সড়ক নির্মাণের আগে তাও চলাচল করা যেত। এখন অর্ধেকের মত কাজ করে ঠিকাদার লাপাত্তা। কোনো ইঞ্জিনিয়ারও খোঁজখবর নিতে গ্রামে আসে না। খুব কষ্টে চলাফেরা করছি। একটু বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে যায়। মাঝে মাঝেই এ রাস্তা দিয়ে রাতের বেলা বড় বড় ড্রাম ট্রাকে বালু বহন করায় রাস্তাটি আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের দাবি দ্রুত সড়কটির কাজ সম্পন্ন করা হোক।’

এদিকে ঠিকাদার প্রতিষ্ঠান শেখ এন্টারপ্রাইজের ম্যানেজার রাসেল জানান, ‘দেশের পরিস্থিতি স্বাভাবিক না থাকায় আমরা কাজটি বন্ধ রেখেছিলাম। তবে, দ্রুত কাজ শুরু করা হবে। নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজটি শেষ করা হবে।’

হরিরামপুর উপজেলা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মাজহারুল হক আকন্দ জানান, ‘উপজেলার বাল্লা ইউনিয়নের ঝিটকা উজানপাড়া থেকে ভাদিয়াখোলা বাজার পর্যন্ত সড়কটির কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এ রাস্তার কাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে একাধিকবার তাগাদা দিয়েছি। ওই প্রতিষ্ঠান যদি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করে তখন আমরা রি-টেন্ডার দেওয়ার ব্যবস্থা করব। আশা করছি, তারাই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫