• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৭:২০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৭:২০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সালথায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

৩ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:১৮:১১

সালথায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের সালথায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মসজিদের ইমাম মাওলানা খোকন মোল্যা, মাওলানা শাহজাহান, পান্নু মোল্যা ও খবিরদ্দিন মোল্যার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী।

৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার আটঘর ইউনিয়নের আটঘর গ্রামে ভুক্তভোগী পরিবারের বাড়ির সামনে সড়কের উপর এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার শতাধিক নারী ও পুরুষ অংশ নেন।

মানববন্ধনে ভুক্তভোগী মাওলানা শাহজাহান ও মসজিদের ইমাম মাওলানা খোকন জানান, আটঘর উচ্চ-বিদ্যালয়ের সামনে ১৪ শতাংশ জমি রয়েছে আমাদের ভাতিজা রবিন মোল্যার। বছর খানেক আগে স্থানীয় দুলাল মোল্যা নামে এক ব্যক্তি ওই জমির পিছনে ৬ শতাংশ জমি ক্রয় করে তার মতো করে তিনি ভোগ দখল করে আসছে। আমার ভাতিজা রবিন মোল্যার জমিতে টিউবয়েল স্থাপন করতে গেলে, দুলাল মোল্যা তার জমি দাবি করে স্থানীয় ইউপি সদস্য লতিফ মাতুব্বরকে নিয়ে বাধা সৃষ্টি করে।

তিনি আরও জানান, পরে আমরা নিরুপায় হয়ে জমির বিরোধ মীমাংসা জন্য ওই ইউপি সদস্যের কাছে গেলে ৫ লাখ টাকা দাবি করেন। দাবিকৃত টাকা না দেওয়ায় তারা নানাভাবে হুমকি-ধামকি দিতে থাকে। একপর্যায় কোনো উপায় না পেয়ে রবিন মোল্যার স্ত্রী রাজিয়া বেগম বাদী হয়ে অভিযুক্ত ইউপি সদস্য আব্দুল লতিফ গংদের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করে। এই মামলায় আসামি লতিফ মেম্বার জেল খাটেন। এরপর আরও বেপরোয়া হয়ে উঠে ওই ইউপি সদস্য। পরে আমাদের নামে একটি মিথ্যা মামলা দায়ের করান। এই মামলায় আমরা জেল খেটে আসি।

গত ১ সেপ্টেম্বর মামলাটি পিবিআই সরেজমিন তদন্তে করে চলে যাওয়ার পর লতিফ মেম্বার তার দুই ছেলেকে সাথে নিয়ে আমাদের হুমকি ধামকি দেয়। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। এমতাবস্থায় সাংবাদিকদের মাধ্যমে সরকারের কাছে আমাদের নিরাপত্তা চাই। সেই সাথে আমাদের নামে করা মিথ্যা মামলার সুষ্ঠু তদন্ত দাবি করছি।

এদিকে ইউপি সদস্য লতিফ মাতুব্বর বলেন, আমরা কাউকে হুমকি ধামকি দেয়নি। ওরাই আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে। এখনও একের পর এক ষড়যন্ত্র করছে আমাদের বিরুদ্ধে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০