স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা ও গাজীপুরে নিহত পঞ্চগড়ের শহিদ ৫ জনের পরিবারকে অর্থসহায়তা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের প্রত্যেক পরিবারকে ১ লাখ টাকা করে অর্থ অনুদান প্রদান করা হয়।
৩ সেপ্টেম্বর মঙ্গলবার প্রত্যেক নিহত ব্যক্তিদের বাড়িতে গিয়ে এই অর্থসহায়তা তুলে দেন সমন্বয়ক সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন শাকিব। তবে ৫ জনের মধ্যে নিহত সুমন ইসলামের পরিবার ঢাকায় অবস্থান করায় সেখানেই তাদের হাতে এই অর্থ সহায়তা তুলে দেয়া হবে বলেও জানান তারা।
পঞ্চগড়ের ৫ শহিদরা হলেন- সাগর ইসলাম, সাজু ইসলাম, আবু ছায়েদ, শাহাবুল ইসলাম শাওন ও সুমন। এসময় অন্যদের মধ্যে পঞ্চগড় জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী, মোকাদ্দেসুর রহমান সান, সহ সমন্বয়ক খোরশেদ মাহমুদ, আশিকুজ্জামান ও রাশিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুরের বছিলা ৪০ ফিট এলাকায় নিজের মুদি দোকানের জন্য পলিব্যাগ আনতে গিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন পঞ্চগড়ের বোদা উপজেলার প্রধানহাট এলাকার আবু ছায়েদ (৪৫)।
৪ আগস্ট গাজীপুরে পুলিশের গুলিতে নিহত হন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কাদেরের মোড় মেলাপাড়া এলাকার শাহাবুল ইসলাম শাওন (২৮)। তিনি সেখানে কাঁচামালের দোকান করতেন।
৫ আগস্ট ঢাকার মেরুল বাড্ডায় পুলিশের গুলিতে নিহত হন পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কিত্তিনিয়াপাড়া এলাকার তরুণ সাগর ইসলাম (২০)। তিনি ঢাকায় ইন্টারনেট শ্রমিক হিসেবে কাজ করতেন।
৫ আগস্ট ঢাকার আশুলিয়া থানার সামনে পুলিশের গুলিতে নিহত হন পঞ্চগড়ের বোদা উপজেলার আমিনগর এলাকার সুমন ইসলাম (২১)। তিনি ঢাকায় একটি গার্মেন্টসের কর্মী ছিলেন। ওখানে কাজ করে পরিবার ও জীবিকা নির্বাহ করতেন।
একই দিনে গাজীপুরের মাওনা এলাকায় বিজিবির গুলিতে গুলিবিদ্ধ হন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টোকরাভাড়া সর্দারপাড়া এলাকার সাজু ইসলাম (২৩)। পেশায় টেক্সটাইল মিলের কর্মী সাজু ১২ আগস্ট ময়মনসিংহ মেডিকেলে মারা যান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available