ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখেই দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় প্রথমবারের মত উপকারভোগীদের মাঝে চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে।
২ এপ্রিল রোববার সকাল ১০ টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নে ৭৯০ জন উপকারভোগীদের মাঝে চাল বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান প্রভাষক সাজ্জাত হোসেন।
জানা গেছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় অসচ্ছল, বিধবা ও তালাকপ্রাপ্তা নারীরা দুই বছর মেয়াদে (২০২৩-২৪) বিনামূল্যে মাসে ৩০ কেজি করে চাল পাচ্ছেন। শুধু খাদ্য সহায়তাই নয়, উপকারভোগী প্রত্যেকের নিজস্ব একটি ব্যাংক হিসাবও খুলে দিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে। চাল নেয়ার সময় এই অ্যাকাউন্টে ২২০ টাকা জমা করছেন উপকারভোগীরা। যা হবে তাদের ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য প্রাথমিক মূলধন গঠন।
প্রভাষক সাজ্জাত হোসেন বলেন, প্রতিটি উপকারভোগীদের মাঝে জানুয়ারি-ফেব্রুয়ারি দুই মাসের ৩০ কেজি করে ৬০ কেজি চাল দেওয়া হচ্ছে। এছাড়া মার্চ মাসের ৩০ কেজি চাল অল্প কয়েক দিনের মধ্যে বিতরণ করা হবে।
এ সময় চাল বিতরণকালে প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক, ইউপি সদস্য, উপকারভোগীসহ অনেকে উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available