পাবনা প্রতিনিধি: পাবনায় নবাগত পুলিশ সুপারের সঙ্গে স্থানীয় গণমাধ্যম কর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নবাগত পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম ও অতিরিক্ত পুলিশ সুপার আরজুমা আক্তার।
সভায় বক্তব্য দেন, পাবনা প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, জোড় বাংলার সম্পাদক আব্দুল মতিন খান, একুশে টিভির রাজিউর রহমান রুমি, প্রথম আলোর সরোয়ার উল্লাস ও যমুনা টিভির কলিট তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন পাবনা প্রেস ক্লাব সদস্য কালবেলার স্টাফ রিপোটার মো. জহুরুল ইসলাম, সাংবাদিক আব্দুল হামিদ খান, সাংবাদিক এমজি বিপ্লব চৌধুরী, আরটিভির আবুল কালাম আজাদ, আলোকিত বাংলাদেশের কাজী বাবলা, ডেইলি স্টার প্রতিনিধি হুমায়ুন কবির তপু, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, সাংবাদিক এস এম আয়ুব আলী, দৈনিক নয়া দিগন্তের এস এম আলাউদ্দিন, সাংবাদিক মাফজুর রহমান, বাংলা টিভির এস এম আলম, একাত্তর টিভির মুস্তাফিজুর রহমান, যায়যায়দিনের আরিফ আহম্মেদ সিদ্দিকী, ডিবিসি নিউজের পার্থ হাসান, সাংবাদিক মনিরুজ্জামান শিপন, এটিএন নিউজের রিজভী জয়, ফটো সাংবাদিক হাসান মাহামুদ, দীপ্ত টিভির শামসুল ইসলাম, এশিয়ান টিভি ও সাম্প্রতিক দেশকালের জেলা প্রতিনিধি ফজলুল হক, ঢাকা পোস্টের রাকিব হাসনাত, ডেইলি সানের পারভীন সরকার, সময় টিভির সবুজ মোল্লা, এশিয়ান টিভির নবী নেওয়াজ, দৈনিক জনবানীর পলাশ হোসাইন, সাংবাদিক আদনান আহম্মেদ প্রমুখ।
সভায় পুলিশ সুপার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্রজনতা আন্দোলনের পরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ নাজুক হয়ে পরেছে। সারা দেশে ছাত্রজনতার সাথে তৎকালীন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের দেয়া নির্দেশে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক স্থানে পুলিশ সদস্য নিহত হয়েছেন। অনেক স্থানে পুলিশের অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই অস্বাভাবিক পরিস্থিতি থেকে সারা দেশের মানুষকে পুনরায় পুলিশের প্রতি আস্থা ফিরিয়ে আনতে স্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে কাজ চলছে আমাদের। ছাত্রজনতার সাথে যেসকল পুলিশ সদস্য নিহত হয়েছেন আমি মনে করি, তারাও শহীদ হয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available