মো. গোলামুর রহমান, লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: পার্বত্য অঞ্চলে প্রথম ব্লাক রাইস চাষ শুরু করেছেন রাঙ্গামাটির লংগদু উপজেলার তরুণ কৃষি উদ্যোক্তা আনোয়ার। তরুন এই উদ্যোক্তা ইন্টারনেটেরে মাধ্যমে জানতে পারে ব্লাক রাইস নামে নতুন ধান খুলনা বিভাগে চাষ করা হচ্ছে। সেখান থেকে বীজ সংগ্রহ করে এবছরের প্রথমেই ব্লাক রাইস রোপন করেন তিনি এবং আমির হোসেন নামে এক কৃষক।
এ বিষয় তরুণ এই উদ্যোক্তা বলেন, আমি ইন্টারনেটে দেখি ব্লাক রাইস বাংলাদেশেও চাষ হচ্ছে। এটা দেখে আমিও এই ব্লাক রাইস চাষে আগ্রহী হই। পরে বীজ সংগ্রহ করে চাষ শুরু করি। বর্তমানে ভালো ফলনও এসেছে। ব্লাক রাইসকে স্বাভাবিক ধানের মতই পরিচর্যা করতে হয়। অতিরিক্ত কোন পরিচর্যার প্রয়োজন হয় না। তবে দেখে মনে হচ্ছে, স্বাদে এবং বাজার জাতকরণে অন্য ধানের তুলনায় লাভবান হওয়া যাবে।
তিনি জানান, এ পর্যন্ত অনেকেই আমার কাছে বীজ সংগ্রহের জন্য বলেও রেখেছে।
কৃষক আমির হোসেন বলেন, এই প্রথম পার্বত্য অঞ্চলের লংগদুতে আমরাই ব্লাক রাইস চাষ করি। যদি সরকারীভাবে সুযোগ-সুবিধা পাই, তাহলে আগামীতে ব্যাপকভাবে চাষ করার চিন্তা ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে এবছর ৭শতাংশ জায়গা চাষ করেছি। ভয়ে ছিলাম চাষে সফল হবো কিনা। এখন দেখছি ফলন ভালো হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ব্লাক রাইস নতুন ফসল হওয়ায় অনেকের কাছে অপরিচিত। আমাদের পক্ষ হতে চাষিদেরকে সার্বিকভাবে সহযোগীতা করে যাবো।
তিনি আরও বলেন, ব্লাক রাইস এখনও বাংলাদেশে ব্যাপকভাবে চাষাবাদ শুরু হয়নি। সমতলে কিছু কিছু জায়গায় চাষ হয়েছে। এই প্রথম রাঙ্গামাটির লংগদুতে চাষাবাদ শুরু হয়েছে। আমরা কৃষি অফিসের পক্ষ হতে ব্লাক রাইস চাষে সহযোগীতা করে যাচ্ছি এবং আগামীতে আশা করি উপজেলা ব্লাক রাইস চাষী বৃদ্ধি পাবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available