• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৯:৩৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৯:৩৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সৈয়দপুর প্লাজার প্রকল্প পরিচালকের অপসারণের দাবিতে ব্যবসায়ীদের অবস্থান কর্মসূচি

৬ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১০:৫৭:৫০

সৈয়দপুর প্লাজার প্রকল্প পরিচালকের অপসারণের দাবিতে ব্যবসায়ীদের অবস্থান কর্মসূচি

নীলফামারী প্রতিনিধি: উত্তরবঙ্গের সর্ববৃহৎ বাণিজ্য কেন্দ্র সৈয়দপুর প্লাজা সুপার মার্কেটের সার্বিক উন্নয়নমূলক কার্যক্রম সম্পন্ন করতে, ব্যবসায়ী নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহার ও বিভিন্ন অনিয়মের অভিযোগে প্লাজার প্রকল্প পরিচালক গুলজার আহমেদের অপসারণসহ ১২ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে সৈয়দপুর প্লাজা সুপার মার্কেট ব্যবসায়ী ও মালিক সমিতি।

প্লাজার ব্যবসায়িক পরিবেশ ফিরিয়ে আনতে এসব দাবি মেনে নেওয়ার আহবান জানানো হয় কর্মসূচি থেকে। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য সৈয়দপুর প্লাজা বন্ধ রাখাসহ আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতৃবৃন্দ।

৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় মার্কেটের প্রকল্প পরিচালকের অফিসের সামনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি থেকে ওই ঘোষণা দেওয়া হয়।

সৈয়দপুর প্লাজা সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ কুতুব উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ব্যাবসায়ী নেতা রওশন মহানামা, সংগঠনের সহ সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মনোয়ার হোসেন মনু, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন লিটন, সংগঠনটির সাবেক সভাপতি আরশেদ আলো, সাবেক আহবায়ক আনোয়ারুল ইসলাম, প্লাজা মার্কেট জামে মসজিদের সাবেক ইমাম হাফেজ মাওলানা ময়নুল ইসলাম কাদেরী, ব্যবসায়ী ও জাতীয় পার্টির উপজেলা সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, ব্যবসায়ী মোস্তাফিজা হোসেন শিলা প্রমুখ।  

বক্তারা বলেন, প্লাজার কোনো অনিয়ম তুলে ধরা হলে প্রকল্প পরিচালক গুলজার আহমেদ তা নিরসন না করে টালবাহানা করেন। উল্টো প্লাজার ব্যবসায়ী নেতৃবৃন্দের বিরুদ্ধে নানা কূটকৌশল অবলম্বন করেন। তারা বলেন, দীর্ঘদিন থেকে এমন অনিয়ম করে আসলেও প্লাজার মালিককে ভুল বুঝিয়ে ঢাকাসহ নীলফামারীতে সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যে মামলা দিয়ে হয়রানি করছেন। এছাড়া বক্তারা তার বিরুদ্ধে নকশা বহির্ভূতভাবে মার্কেট নির্মাণ, দোকান ও পজেশন বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য ও স্বজন প্রীতি এবং প্রতারণা, প্রতিশ্রুতিভঙ্গ ও নানা অনিয়মের ফিরিস্তি তুলে ধরেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫