সিলেট প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) বিভিন্ন আবাসিক হলে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।
৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হলে এ অভিযান চালানো হয়।
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ১২০টি রামদা, দেড় শতাধিক লোহার পাইপ, ১৫০টি মদের বোতল ও ১৬টি হেলমেট রয়েছে। তবে এসময় কাউকে আটক করা হয়নি।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহপরান (র.), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হুমায়ুন রশিদ চৌধুরী, আব্দুস সামাদ আজাদ ও শাহ এ এম এস কিবরিয়া হলে অভিযান শুরু হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব অস্ত্র ও মদের বোতল জব্দ করা হয়েছে। এসব রুমে ছাত্রলীগের নেতাকর্মীরা থাকতো।
অভিযানের সময় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার সোহরাব, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোজাম্মেল হক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক এমদাদুল হক ও বিভিন্ন হলের প্রভোস্টরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available