ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: সারাদেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে গণঅভ্যুত্থানের একমাস পূর্ণ হওয়ায় আহত ও শহীদদের স্মরণে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোল ফুলবাড়ী শাখার আয়োজনে শহীদি মার্চের একটি র্যালি ফুলবাড়ী ডিগ্রি কলেজের সামন থেকে বের হয়ে ফুলবাড়ী বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের আরিফুল ইসলাম আরিফের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী আন্দোল ফুলবাড়ী উপজেলা শাখার নেতা জাকারিয়া হোসেন বাঁধন, আরিফুল ইসলাম মাসুদ রানা স্বাধীন সরকারসহ অনেকে।
এ সময় বক্তারা বলেন, আগে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না, এখন আমরা নির্বিঘ্নে কথা বলতে পারি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available