ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় একটি পোশাক কারখানায় কাজে যোগদান করার পর রহস্যজনক কারণে হঠাৎ শতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে মেঝেতে পড়ে যান। পরে কারখানার অন্যান্য শ্রমিকরা অসুস্থদের উদ্ধার করে স্থানীয় ভালুকা সরকারি ও একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলার জামিরদিয়া এলাকায় অবস্থিত একটি গার্মেন্টস কারখানায় এ ঘটনা ঘটে। হাসপাতাল, অসুস্থ শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই পোশাক কারখানায় তিনটি সেকশনে তিন সহস্রাধিক নারী ও পুরুষ শ্রমিক কর্মরত আছেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার কারখানার পাঁচতলায় নারী শ্রমিকরা কাজে যোগদান করেন; কিন্তু কিছুক্ষণ পরই হঠাৎ করে তারা অসুস্থ হয়ে মেঝেতে পড়ে যেতে শুরু করেন এবং একে একে প্রায় শতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এ সময় অনেকের মাঝে শ্বাসকষ্ট, বমি ও খিচুনিসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। খোঁজ পেয়ে কারখানার বিভিন্ন স্টাফ ও পুরুষ শ্রমিকরা প্রথমে একটি বেসরকারি হাসপাতালে রোগীদের নিয়ে ভর্তি করেন; কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পরে ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
অসুস্থ শ্রমিকরা অভিযোগ করেন, তারা অসুস্থ হয়ে পড়লে কোম্পানির কর্মকর্তারা তাদের চিকিৎসার জন্য হাসপাতালে আসেননি। তাদের সহকর্মীরা নিজ নিজ দায়িত্বে অসুস্থদের হাসপাতালে ভর্তি করান।
ভালুকা সরকারি হাসপাতালে ভর্তি একাধিক রোগী জানান, প্রতিদিনের মতো পাঁচতলায় তারা কাজে যোগদান করতে যান। পরে কারখানার ভেতরেই পানি পান করার কিছুক্ষণ পরই তাদের শ্বাসকষ্ট ও বমিসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। এমনকি কেউ কেউ অজ্ঞান হয়ে পড়েন।
কারখানার অ্যাডমিন (এইচআর) মঞ্জুরুল মুর্শেদ জানান, কি কারণে এত নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। হয়তো ভয় থেকে তারা অসুস্থ হয়ে যেতে পারেন।
ভালুকা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাছলিমা আক্তার জানান, পানি খাওয়ার পর পানিতে থাকা কোনো জীবাণু বা পেটে গ্যাস হয়ে এমনটা হতে পারে। তবে এর কারণ জানার জন্য বিষয়টি নিয়ে তারা অধিকতর পর্যালোচনা করছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available