• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৬:২৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৬:২৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সাবেক রেলমন্ত্রী মুজিব-বাহার-সূচনাসহ ৪৩৩ জনের নামে মামলা

৬ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৫৫:২১

সাবেক রেলমন্ত্রী মুজিব-বাহার-সূচনাসহ ৪৩৩ জনের নামে মামলা

কুমিল্লা প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কুমিল্লার আলেখারচর ও ক্যান্টনমেন্ট এলাকায় হামলা ও গুলি বর্ষণের অভিযোগে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব, সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার, তার মেয়ে সাবেক মেয়র তাহসীন বাহার সূচনাসহ ১৩৩ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত ৩শ’ জন আসামীর কথাও বলা হয়েছে।

কুমিল্লা শহরতলীর আলেখারচর এলাকার আবদুল করিমের ছেলে কাজী মো. সোহেল বাদী হয়ে ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় এ মামলা দায়ের করেন। কুমিল্লা কোতয়ালী মডেল থানার পরিদর্শক শিবেন বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন- ব্যবসায়ী নেতা আতিক উল্লাহ খোকন, বুড়িচংয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন স্বপন, ব্রাহ্মণপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তৈয়ব অপি, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ নিয়াজ পাবেল, সিটি কাউন্সিলর, ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

মামলায় অভিযোগ করা হয়, তিন শতাধিক আসামি আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, দা, ছেনি নিয়ে বাদী ও অন্যান্য কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর ১নং ও ২নং আসামির নির্দেশে ও ৩নং আসামীর নেতৃত্বে হামলা করে। তারা বৃষ্টির মতো ককটেল ও গুলি ছোড়ে। আসামিরা ছাত্র জনতাকে ক্যান্টনমেন্ট পর্যন্ত তাড়া করে নিয়ে যায়।

এছাড়া, ৩৩নং ও ৩৪নং আসামি তাদের লাইসেন্স করা পিস্তল ও শর্টগান নিয়ে নিরীহ ছাত্রছাত্রীদের উপর গুলি করে। বাদীর মাথায় গুলি লাগলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। তখন ১২নং আসামি তাকে বুকে ও মাথায় কয়েকবার আঘাত করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫