সাভার (ঢাকা) প্রতিনিধি: পোশাক কারখানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে দু‘ পক্ষের সংঘর্ষ, শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টির জের ধরে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ অভিযান চলছে।
৬ সেপ্টেম্বর শুক্রবার দিনব্যাপী চলা অভিযানে আশুলিয়া থেকে ১৪ জনকে আটক করা হয়েছে। তারা হলেন, নেত্রকোনা জেলার সদর থানার চকপাড়া গ্রামের মো. ইসমাইল (২৪), একই জেলার বেলবো থানার মো. আলম (২৪), টাঙ্গাইল জেলার নাগরপুর থানার কোদালিয়া গ্রামের ফরহাদ মিয়া (২৪), দিনাজপুর জেলার বিরল থানার আজিদপুর গ্রামের মনির হোসেন (২১), ময়মনসিংহ জেলার মোস্তাফিজুর রহমান জুলহাস (১৭), আশুলিয়ার গোরাট এলাকার মো. শাকিল (২৩), ঘোষবাগ এলাকার আসমা আক্তার (২৮), নিশ্চিন্তপুর এলাকার শিমু আক্তার, একই এলাকার কুলসুম বেগম, আশুলিয়ার পলাশবাড়ী এলাকার মোখলেছুর রহমান (৫০) ও আবু হানিফ মিয়া (৪৭)।
এছাড়া সাভার থেকে আরও তিনজনকে আটক করা হয়েছে। তবে তাদের নাম-ঠিকানা জানা যায়নি।
ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ জানান, শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির পাশাপাশি পোশাক কারখানায় হামলা-ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ১১ জনকে আশুলিয়া থেকে ও তিনজনকে সাভার এলাকা থেকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, এসব বিশৃঙ্খলার সঙ্গে আটকদের সংশ্লিষ্টতার বিষয়ে যাচাই-বাছাই চলছে। যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available