মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনান জামানের বিরুদ্ধে মানিকগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৭ সেপ্টেম্বর শনিবার বেলা ১১টার দিকে সিংগাইর উপজেলা বিএনপি আয়োজিত এই সংবাদ সম্মেলনে জেলা বিএনপি’র নেতাকর্মী ছাড়াও আনান জামানের প্রতি ক্ষুব্ধ তার এলাকাবাসীরাও উপস্থিত ছিলেন।
এসময় সিংগাইর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আনান জামানের গ্রামের বাড়ি সিংগাইর উপজেলার গোলাইডাঙ্গা গ্রামে। তিনি তার গ্রামের বাড়িতে উঠতি বয়সের যুবক-যুবতী নিয়ে প্রায়ই মাদকের আড্ডা ও অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকতেন। কেউ প্রতিবাদ করলেই তাকে পুলিশি হয়রানি করা হতো।
সম্প্রতি আনান জামান সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ফেসবুক আইডি থেকে, তার কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করা হয়েছে বলে প্রচার করেন। বিপুল পরিমাণ চাঁদা দেওয়া অসম্ভব জানিয়ে তিনি ৭০০ মোমবাতি জ্বালিয়ে মৃত্যু উদ্যাপন করার কথা বলেছে। তবে জেলা বা উপজেলা বিএনপির কোনো নেতাকর্মী তার নিকট এই চাঁদা দাবি করেননি বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন জেলা-উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে আনান জামানের গ্রামের বাড়ির একাধিক প্রতিবেশী অভিযোগ করে বলেন, অসহায় গ্রামবাসীদের ইচ্ছেমতো অত্যাচার করে আসছে আনান জামান। তার ক্যাডার বাহিনী দিয়ে জায়গা-জমি দখল করতেন ইচ্ছেমতো। গ্রামের অনেক ব্যবসায়ীরাও তার নিকট টাকা পাওনা রয়েছে। এসব বিষয়ের প্রতিবাদ করলেই পুলিশি হয়রানি হতে হতো বলে উল্লেখ কারণে গ্রামবাসীরা।
মানিকগঞ্জ প্রেস ক্লাবের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি অ্যাড. আজাদ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম নূরতাজ আলম বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, সিংগাইর উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান খান রোমান, সিংগাইর পৌর বিএনপির সভাপতি অ্যাড. খোরশেদ আলম ভূইয়া জয়সহ অনেকেই।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available