সিলেট প্রতিনিধি: সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার সহযোগী সাদেক আহমদকেও গ্রেফতার করা হয়।
৭ সেপ্টেম্বর শনিবার রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
তিনি বলেন, ‘সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ ও তার সহযোগী সাদেক আহমদকে গ্রেপ্তার করেছে বিজিবি।’
এ সময় কামাল ও সাদেকের দেহ তল্লাশি করে দুটি বাংলাদেশি পাসপোর্ট, ১৪ হাজার ২০০ ভারতীয় রুপি এবং বাংলাদেশি ৪ হাজার টাকা, ৩টি মুঠোফোন ও তাদের জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়।
জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী বলেন, জব্দকৃত মালামালসহ ওই দুজনকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। জৈন্তাপুর থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। সে মামলায় তাদের গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
এর আগে ২৩ আগস্ট রাতে ভারতে পালিয়ে যাওয়ার সময় সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয় আলোচিত সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available