উত্তম কুমার, বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশাল-পটুখালী মহাসড়কে কাভার্ডভ্যান পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ জন।
৩ মার্চ সোমবার বিকেল সাড়ে তিনটায় বরিশাল জেলার বাকেরগঞ্জ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে সম্মুখে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী কবির চৌকিদার (৬৫) ও মোটরসাইকেল চালক ফেরদৌস। গুরুতর আহত হাসান চৌকিদার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বরিশাল থেকে ভাড়ায় মোটরসাইকেল যোগে পটুয়াখালী যাচ্ছিলেন কবির চৌকিদার এবং তার চাচাতো ভাই হাসান চৌকিদার। তাদের পাশাপাশি একটি পিকআপও পটুয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় বিপরিত দিক পটুয়াখালী থেকে বরিশালের উদ্দেশ্যে আসা একটি কাভার্ডভ্যানের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। তখন পিকআপটি ঘুরে গিয়ে রাস্তায় জোরালো গতিতে মোটরসাইকেলটিকে আঘাত করে। এতে আরোহী কবির চৌকিদার ঘটনাস্থল নিহত হন এবং মোটরসাইকেলের চালক ফেরদৌসকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পরে তিনিও মারা যান।
এই দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী হাসান চৌকিদার গুরুতর আহত হয়েছেন। হাসনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
নিহত কবির চৌকিদার রাঙ্গাবালী আমলিবাড়িয়া গ্রামের আব্দুল লতিফ চৌকিদারের ছেলে ও নিহত ফেরদৌস গলাচিপার চানমারি সড়কের লাল মিয়া ছেলে।
বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কাভার্ডভ্যানটি পালিয়ে যায় এবং পিকআপের চালক বা হেলপারকেও পাওয়া যায়নি। পরে তারা আহত মোটরসাইকেল চালকসহ একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান তারা।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এসএম মাকসুদুর রহমান জানান, নিহত মোটরসাইকেল আরোহী কবির চৌকিদারের লাশ উদ্ধার করে শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ প্রস্তুতি নিয়েছেন এবং মোটরসাইকেল চালক ফেরদৌসের লাশ বরিশাল সেবাচিমে রয়েছে। ঘাতক কাভার ভ্যানটি এখনও পাওয়া যায়নি। কাভারভ্যান উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available