স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় যুবলীগ নেতাকে গ্রেফতারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৭ সেপ্টেম্বর শনিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার কাওরাইদ ইউনিয়ন বিএনপির ব্যানারে স্থানীয় বলদীঘাট বাজারে প্রায় পাঁচ শতাধিক নির্যাতিত মানুষ এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে।
অভিযুক্ত যুবলীগ নেতা কামরুল হাসান মন্ডল গাজীপুর জেলা যুবলীগের সদস্য এবং স্থানীয় নয়াপাড়া গ্রামের আব্দুল বাতেনের ছেলে। সে একজন ভূমিদস্যু এবং সন্ত্রাসী কার্যকলাপ করে কালো টাকার মালিক হয়েছে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে সে এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছে।
কাওরাইদ ইউনিয়ন ওলামা দলের সভাপতি হাফেজ মো. মমিনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আফজাল হোসেন মন্ডল, কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন আতা, সাবেক যুগ্ম সম্পাদক সাজ্জাদ সহিদ, সাবেক কাওরাইদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান মাসুদ, বলদীঘাট জেএম সরকার উচ্চ বিদ্যালয়ের নির্যাতিত সাবেক প্রধান শিক্ষক সিরাজুল হক মন্ডল, কাওরাইদ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রাশেদ মন্ডল, পারভেজ কুমার, হাসান আলী পালোয়ান, ছাত্রদল নেতা আব্দুর রউফসহ যুবদল, শ্রমিকদল, ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ। কামরুল ইসলাম মন্ডলের নির্যাতনের শিকার ভুক্তভোগীরাও তার বিচার দাবি করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, তাঁর এসব অপকর্মে সহযোগিতা করেছে সাবেক ডিআইজি আসাদুজ্জামান, গাজীপুরের তৎকালীন পুলিশ সুপার (এসপি) ও ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদ, গাজীপুরের তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিব কুমার, জেলা গোয়েন্দা (ডিবি) শাখার সাবেক ওসি এবং বর্তমানে জিএমপির গোয়েন্দা (ডিবি) শাখার সহকারী কমিশনার আমির হোসেন। তারা নিরীহ মানুষকে জিম্মি করে ভয় দেখিয়ে জমি দখল, চাঁদাবাজি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। নির্যাতিত এলাকাবাসী ভূমিদস্যু কামরুলের বিচার দাবিসহ তার অবৈধ কালো টাকার উৎসের দাবি জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available