নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার কশব ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের আতাউর রহমানের বাড়ির সামনে থেকে ৪ কেজি গাঁজাসহ দু’জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের কর্মকর্তারা।
একটি সাদা রংয়ের বাজার করা প্লাস্টিকের ব্যাগের মধ্যে ২টি পোটলায় কসটেপ দ্বারা প্যাঁচানো ৪ কেজি গাঁজা রাখা হয়েছিলো।
আটকরা হলেন নওগাঁ জেলার মান্দা উপজেলার পাজরভাঙ্গা এলাকার কাদের প্রামাণিকের ছেলে মামুনুর রশিদ বাবু (২৬) ও পাজরভাঙ্গা এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে আতাউর রহমান।
৯ সেপ্টেম্বর সোমবার তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলা ডিবির পরিদর্শক ইনচার্জ হাসমত আলী জানান, নবাগত পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে এসআই আলী আকবর এসআই মামনুর রশিদ ও এসআই ইয়াসির আরাফাত জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম রোববার দিবাগত রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাজরভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ২টি পোটলায় কসটেপ দ্বারা প্যাঁচানো ৪ কেজি গাঁজাসহ দু’জনকে আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সাব-ইন্সপেক্টর মামুনুর রশিদ বাদী হয়ে মান্দা থানায় একটি এজাহার দায়ের করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available