জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামে গরুকে গোসল করাতে গিয়ে পানির স্রোতে ভেসে নিখোঁজের একদিন পর ভেসে উঠলো রাজন মিয়া(২২) নামক এক যুবকের মরদেহ।
তিনি জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর (আহমাদাবাদ) গ্রামের আফরোজ মিয়ার পুত্র।
পুলিশ ও স্থানীয়দের মারফতে জানা যায়, ৭ সেপ্টেম্বর শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ-কুবাজপুর সড়কের শংকরখালী এলাকায় নদীতে গরুকে গোসল করাতে পানিতে নামেন রাজন মিয়া (২২)। সেখান থেকে নদীর প্রচন্ড স্রোতে যান তিনি। তার চিৎকার শুনে খলিল মিয়া নামের একজন নৌকা দিয়ে রাজনকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু মুহূর্তের মধ্যেই তিনি পানির নিচে তলিয়ে যায়। অন্যদিকে খুঁজতে গিয়ে খলিল মিয়া জ্ঞান হারিয়ে ফেলেন। পরে খলিলকে উপজেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য মিলাদ আহমদ বলেন, রাজন মিয়া পানিতে পড়ে নিখোঁজ হওয়া খবর পেয়ে থানা পুলিশ ও সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ ঘটনাস্থলে এসে বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বহু চেষ্টা করেও তার কোনো সন্ধান পায়নি। পরের দিন ৮ সেপ্টেম্বর রোববার বিকেলের দিকে রাজনের মরদেহ পানির উপরে ভেসে উঠে।
জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক আজিজুর রহমান জানান, কুবাজপুর গ্রামের একটি যুবক নিখোঁজের ঘটনায় শনিবার আমাদের পুলিশসহ ডুবুরি দল বহু চেষ্টা করেও উদ্ধার করা সম্ভব হয়নি। পরে রোববার বিকেলে তার মরদেহ নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available