ইটনা (কিশোরগঞ্জ): প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনায় জোর করে দোকানপাট দখলের অভিযোগ করেছে সদর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ও পশ্চিম হাজারি কান্দা গ্ৰামের হদিছ আলীর ছেলে মো. দুলাল মিয়া (৪২)। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় নতুন বাজারে এই দোকানপাট দখলের ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন- সদর ইউনিয়নের পশ্চিম গ্ৰামের মৃত মারফত মিয়ার ছেলে মো. আসলাম মিয়া, মৃত মধু মিয়ার ছেলে লহুর উদ্দিন (৫০), মৃত আক্তার হোসেনের ছেলে মো. ছালেক মিয়া (৪২) ও মৃত নবী নেওয়াজের ছেলে মো. নুরুল ইসলাম (৫৫)।
থানা সূত্রে জানা যায়, অভিযুক্তরা দ্যা-লাঠিসোঁটা নিয়ে দোকানের তালা ভেঙে দোকানে প্রবেশ করে ভাঙচুর চালিয়ে আনুমানিক সাড়ে ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করে এবং ক্যাশ টাকা নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে জানার জন্য ইউপি সদস্য মো. আসলাম মিয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
ইটনা নতুন বাজার কমিটির সাধারণ সম্পাদক শামিম হোসেনের কাছে ঘটনা জানতে চাইলে তিনি বলেন, দোকানের তালা ভেঙে প্রবেশ করছে তারা। কিন্তু কি পরিমাণ লুটপাট হয়েছে এইটা সঠিকভাবে বলতে পারছি না।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী বলেন, দোকান নিয়ে ঝামেলা শুনেছি। থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available