• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৪৫:০১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৪৫:০১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

দিনাজপুরে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন

৪ এপ্রিল ২০২৩ দুপুর ০২:০২:৩৩

দিনাজপুরে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন

তানভীর আহমেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় ভিডাব্লিউডি (ভিজিডি)তে অনিয়ম, স্বেচ্ছাচারিতা, জনপ্রতিনিধিকে অবমূল্যায়ন ও দুর্নীতির প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশিদা আক্তার অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

৩ এপ্রিল সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে খানসামা উপজেলা ইউপি ঐক্য ফোরাম ও এলাকাবাসী।

উপজেলার খানসামা-দাড়োয়ানী আঞ্চলিক মহাসড়কে জেলা পরিষদ ডাক বাংলোর সামনে এই কর্মসূচি পালন করা হয়।

উপজেলা ইউপি সদস্য ঐক্য ফোরামের সভাপতি মোজাহারুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় কর্মসূচিতে ৬টি ইউনিয়নের ইউপি সদস্যরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, ভিডব্লিউবি (ভিজিডি) কর্মসূচির আওতায় যে তালিকা প্রণয়ন করা হয়েছে সেটি নিয়ম মেনে হয়নি। ইউএনও অটোমেশনের কথা বলে স্বেচ্ছাচারিতা করে তালিকা তৈরি করেন। এটি সম্পূর্ণ আইনবহির্ভূত। অন্য উপজেলায় যে নিয়মে হয়েছে আমাদের এখানে সেই নিয়মে হয়নি। এমনকি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও চুরি-ছিনতাই রোধে স্থানীয় সংসদের পরিকল্পনায় আনসার ভিডিপি সদস্যদের রাত্রিকালীন পাহারাদার হিসেবে রাখা হয়। কিন্তু চলতি মৌসুমের ভিজিডি তালিকায় রাত্রিকালীন পাহারাদার, কমিউনিটি ক্লিনিকের আয়া ও বিভিন্ন দপ্তরের বিনা বেতনের কর্মচারির নাম নেই। ভিজিডি তালিকা প্রণয়নে অনিয়ম, স্বেচ্ছাচারিতা, জনপ্রতিনিধিদের অবমূল্যায়ন ও দুর্নীতির কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশিদা আক্তারের দ্রুত সময়ের মধ্যে অপসারণের দাবি জানাচ্ছি। যদি আগামী ৭ দিনের মধ্যে এর সুরাহা না হলে আরো কঠোর কর্মসূচি নেওয়া হবে।

এ ব্যাপারে খানসামা ইউএনও’র সাথে যোগাযোগ করতে অফিসে গেলে তাকে পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩