রামু (কক্সবাজার) প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে কক্সবাজারের রামুতে চারশত জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৩ এপ্রিল সোমবার দুপুরে উপজেলার রাজারকুল ইউনিয়নের ফরেস্ট অফিস মাঠে এ ইফতার বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় অসহায় ও দুস্থ মানুষদের হাতে ইফতারের প্যাকেট তুলে দেন রামু ব্যাটালিয়ন-৩০বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ। এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন প্রমুখ।
লে.কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এ বছর রমজান মাসে ইফতার মাহফিলের পরিবর্তে দরিদ্র অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। বিজিবির মহাপরিচালকের সার্বিক দিকনির্দেশনায় পুরো রমজান মাসজুড়ে দেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতেও এ কার্যক্রম চলবে।
তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে বর্ডার গার্ড রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available