ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২ এপ্রিল রোববার দুপুরে পীরগঞ্জ পূর্ব চৌরাস্তায় উপজেলার সাংবাদিক সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি জাহিদুর রহমান, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সহ- সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক এনকে রানা, রাণীশংকৈল প্রেস ক্লাবের সভাপতি ফারুক আহমেদ সরকার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, প্রথম আলো পত্রিকার প্রতিনিধি কাজী নুরুল ইসলাম, সাংবাদিক বিষ্ণু পদ রায়, বাদল হোসেন,খুরশিদ আলম শাওন,উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি প্রভাত সমীর,সাধারণ সম্পাদক মর্তুজা আলম প্রমুখ।
বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অবিলম্বে গ্রেফতার সাংবাদিকদের মুক্তি দিতে হবে। একই সাথে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available