ফিরোজ মোস্তফা, বরিশাল ব্যুরো: ঈদ উপলক্ষে নৌ পথে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তার জন্য জেলার ৪০টি লঞ্চ, স্টিডবোট ও ট্রলার ঘাটে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি সড়ক পথেও ঈদে ঘরমুখি জনসাধারণের নিরাপদ যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে জেলা পুলিশ প্রয়োজনীয় সকল স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে।
৪ এপ্রিল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বরিশাল পুলিশ সুপার কার্যালয়ে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলার বিষয়ক এক মত বিনিময় সভায় এসব কথা বলেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বিপপিএম।
তিনি বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে জেলা পুলিশের ১০টি থানা এলাকায় পুলিশি অভিযান জোরদার করাসহ টহল ডিউটি বৃদ্ধি এবং মাদকবিরোধী অভিযানও জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে গত একমাসে মাদক বিরোধী অভিযানে ৪৯টি মাদক মামলায় ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৩ কেজি ৫৭৭ গ্রাম গাঁজা, ১০৫৫ পিস ইয়াবা, ০১টি গাঁজার গাছ, ১০৬ বোতল ফেন্সিডিল, ১২ লিটার চোলাই মদ, ০৫ লিটার বিদেশী মদ ও ৬টি বিয়ার উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, জেলাকে মাদক ও অপরাধমুক্ত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে। তাছাড়া মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার লক্ষ্যে হাইওয়ে পুলিশের সাথে সমন্বয় করে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। ট্রাফিক পুলিশের ৬টি চেকপোস্ট নিয়মিতভাবে পালাক্রমে মহাসড়কে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছেন। যার ফলে এখনও পর্যন্ত ঢাকা-বরিশাল এবং বরিশাল-পটুয়াখালী মহাসড়কে কোন যানজটের সৃষ্টি হয়নি। আসন্ন ঈদ-উল-ফিতর এবং ঈদ পরবর্তী জনসাধারণের গমনাগমন স্বাভাবিক, স্বাচ্ছন্দময় ও নির্বিঘ্ন রাখার লক্ষ্যে জেলা পুলিশের চলমান কার্যক্রম অব্যাহত থাকবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শাহজাহান হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available