• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪৮:৪০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪৮:৪০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ২৫ কারখানায় ছুটি ঘোষণা

১০ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:০৭:২৮

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ২৫ কারখানায় ছুটি ঘোষণা

স্টাফ রিপোর্টার, গাজীপুর: বেতন–ভাতাসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের কয়েকটি এলাকায় পোশাক কারখানার শ্রমিকেরা মঙ্গলবার সকাল থেকে আবার বিক্ষোভ শুরু করেছেন। পরিস্থিতি মোকাবিলায় জেলার ২৫টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। কারখানা বন্ধ ঘোষণা করায় দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

শিল্প পুলিশ জানায়, আজ সকাল ৯টা থেকে টঙ্গীতে ১৩ দফা দাবি জানিয়ে বিক্ষোভ করেন ‘এমট্রানেট গ্রুপ লিমিটেড’ নামের কারখানার শ্রমিকেরা। এ সময় তাঁদের সঙ্গে আন্দোলনে যোগ দেন ‘পিনাকি গ্রুপ’, ‘ড্রেস ম্যান লিমিটেড’ ও ‘নোমান গ্রুপ’-এর শ্রমিকেরা। এতে কয়েক হাজার শ্রমিক অংশ নেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, মাঝে কয়েক দিন শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে। হঠাৎ আজ আবার বিভিন্ন দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করেন। সকাল থেকে বিভিন্ন কারখানার শ্রমিকেরা নানা দাবি নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

এতে ২৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করায় দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, বিজিবির সঙ্গে মিলে পুলিশ কাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫