নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যায় গ্রেফতারকৃতদের স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে নাম থাকা ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-১১।
পরে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হলে আদালত ২ জনকে ৬ দিনের ও একজনকে ১ দিনের জিজ্ঞাসাবাদে রিমান্ড মঞ্জুর করেন।
সোমবার ও মঙ্গলবার নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে গ্রেফতারকৃতদের রিমান্ড শুনানী অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ জানান, সোমবার গ্রেফতারকৃত মামুন ও শরীফকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
অপরদিকে মঙ্গলবার গ্রেফতারকৃত কাজলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬মার্চ বিকেলে ত্বকী শহরের শায়েস্তা খান সড়কের বাসা থেকে বেরিয়ে রাতেও বাসায় ফিরে আসেনি। পরে ৮ মার্চ সকালে শহরের চারারগোপে শীতলক্ষ্যা নদীর তীরে ত্বকীর লাশ পাওয়া যায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available