• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫০:৫০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫০:৫০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

১১ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০১:৫৩:০২

পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসেরের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রেস ক্লাবের সাংবাদিকদের মধ্যে বক্তব্য প্রদান করেন ইত্তেফাক পত্রিকার পিরোজপুর প্রতিনিধি সিনিয়র সাংবাদিক নাসিম আলী, শুক্কুর মাহামুদ, এস এম পারভেজ, ফসিউল ইসলাম বাচ্চু, গৌতম নারায়ণ চৌধুরী প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন শিরিন আফরোজ, রশিদ আল মুনান সুজন, খেলাফত হোসেন খসরু, হাবিবুর রহমান হাবিব, অভিজিৎ মন্ডল, তামিম সরদার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভির আহমেদ, সভাপতি এম এম রেজাউল ইসলাম শামিম।

সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন সহ-সভাপতি ও এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা, সহ-সভাপতি মো. শাহাদাৎ হোসেন এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান (অর্থ ও প্রশাসন), খান মুকিত হাসান (ক্রাইম এন্ড অপস্), সাংবাদিক ইউনিয়ন পিরোজপুরের সভাপতি জুবায়ের আল মামুন।

সাংবাদিকরা জেলার আইন-শৃঙ্খলা উন্নয়নে পুলিশের সাথে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং বলেন, ইভটিজিং, কিশোর গ্যাং রুখতে পুলিশকে এগিয়ে আসতে হবে।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের ন্যায়নিষ্ঠ সংবাদ পরিবেশনে কেউ বাঁধা দিতে পারবে না। আপনারা মাদকের স্পট ও মাদক ব্যবসায়ীদের তালিকা দিলে আমাদের মাদক নির্মূলে সুবিধা হবে। আইনশৃঙ্খলা রক্ষার সকল বিষয়ে আমি সবসময় সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০