নিজস্ব প্রতিবেদক: টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যার কবলে পড়েছিলো দেশের বিস্তীর্ণ অঞ্চল। বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও আশপাশের জেলার বেশিরভাগ এলাকা পানির নিচে চলে গিয়েছিলো। এতে মানবেতর জীবনযাপন করছেন ওই এলাকার লাখ লাখ মানুষ।
এসব বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন আহবান তরুণ সংঘ ফাউন্ডেশন। বন্যাদুর্গত এলাকায় বিশেষ করে লক্ষ্মীপুর, কুমিল্লা, ফেনী ও নোয়াখালীতে চাল, ডাল, লবণ, পানি বিশুদ্ধিকরণ ঔষধ, তৈল, কয়েল, মুড়ি, চিনি, চা-পাতা মিনি প্যাকেট, টোস্ট, আলু, পেঁয়াজ, মরিচের গুড়া, হলুদের গুড়া, পানিসহ নানান ধরনের শুকনো খাবার নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।
এছাড়াও দুর্গত এলাকার আশ্রয়কেন্দ্রে রান্না করে খাওয়ার জন্য কয়েক হাজার মানুষের একদিনের খাবারের সকল উপকরণ দিয়েছে তারা।
আহবান তরুণ সংঘ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, বন্যায় যে সকল কৃষকের বীজতলা, মাছের ঘের, ফসলি জমি, শাকসবজির খেত ও ফার্ম সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে তাদের আর্থিক সহযোগিতার মাধ্যমে পুনর্বাসন করবে আহবান তরুণ সংঘ ফাউন্ডেশন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available