জাহিদুল ইসলাম অনিক, সাভার সংবাদদাতা: আশুলিয়ায় নকল ওরস্যালাইন বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা। এসএমসির ‘ওরস্যালাইন এন’ দেখে তাদের বুঝতে কষ্ট হয় কোনটা আসল আর কোনটা নকল।
সোমবার দুপুরে আশুলিয়ার জামগড়া কাঁঠালতলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম। এ সময় এসএমসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে ভাই ভাই এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠান থেকে ১১ হাজার প্যাকেট নকল স্যালাইন, নকল ব্যান্ডরোল যুক্ত ২৫ হাজার বিড়ি, ১০ হাজার বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করে ধ্বংস করা হয়। প্রতিষ্ঠানটির মালিক আবুল কালামকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
নকল স্যালাইন নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম এশিয়ান টিভি অনলাইনকে বলেন, প্যাকেটের গায়ে লেখা ব্যাচ নম্বরের সঙ্গে প্যাকেটের ভেতরের ব্যাচ নম্বর মিল থাকে আসল পণ্যে। নকল স্যালাইনে বাইরে এবং ভেতরে একেক রকম ব্যাচ নম্বর। মেয়াদোত্তীর্ণ লেবেল বা অন্যান্য তথ্য আসল প্যাকেটে খোদাই করা বা অ্যামবুশ করা থাকে, কিন্তু নকল প্যাকেটে সিল দিয়ে এ তথ্য দেওয়া থাকে না। এ ছাড়া এর স্যাম্পল নিয়ে পরীক্ষা করা হয়েছে। সেখানেই ধরা পড়েছে এটা নকল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available