মেহেদী হান্নান, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: সূর্য যেদিকে ফুল সেদিকে। এজন্যই এই ফুলের নাম সূর্যমুখী ফুল। সবসময় সূর্যের মুখ করে তাকিয়ে থাকে। দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন উপজেলা কৃষি বিভাগ কৃষকদের মাঝে বিনামূল্যে সূর্যমুখী বীজ দিয়ে আসছে। এতে উপজেলার দক্ষিণ আইচা থানা, শশিভূষণ থানা ও দুলারহাট থানা এলাকার বিভিন্ন ইউনিয়নে সূর্যমুখীর বাম্পার ফলন হয়েছে। সূর্যমুখীর বাম্পার ফলন হওয়াই সূর্যমুখীর হাসিতে হাসছে কৃষক।
উপজেলা আমিনা বাদের কৃষক হাসেম সূর্যমূখী চাষ করেছেন। ফুলের বাম্পার ফলনও হয়েছে। সূর্যমুখী ফুলের এমন অপূর্ব সুন্দর্য উপভোগ করতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে বিপুল সংখ্যক প্রকৃতি প্রেমীরা ছুটে আসছেন পরিবার নিয়ে। একদিকে যেমন আয় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, অন্য দিকে জমিকে কাজে লাগিয়ে লাভের আশা করছেন অনেকে।
সূর্যমুখী তেলের উৎপাদন বাড়লে মানুষ স্বাস্থ্যসম্মত তেল পাবে, চাষিরাও লাভবান হবেন। কম খরচে বেশি লাভের সুযোগ থাকায় চরফ্যাশনের বিস্তৃন্ন এলাকায় আরও অনেকেই সূর্যমুখী চাষে আগ্রহী হয়ে উঠেছেন। রবি ফসলের মধ্যে সূর্যমুখী অন্যতম তিনমাসের মধ্যে প্রতিটি গাছে ফুল ফুটার পর বাগানগুলো অপরূপ সুন্দর্য ধারন করেছে। অপূর্ব সুন্দর ও মনমুগ্ধ কর এই দৃশ্য দেখতে প্রতিদিন প্রকৃতি প্রেমিরা তাদের পরিবার নিয়ে ছুটে আসছেন বাগানের সুন্দর্য উপভোগ করতে আসেন চরফ্যাশন টু দুলারহাটের মাঝ রাস্তার মাঝা মাঝি।
বাগান দেখতে আসা প্রকৃতি প্রেমিকরা বলেন, এই এলাকায় সূর্যমুখী ফুল চাষের খবরটি শুনে আজ পরিবার নিয়ে দেখতে এসেছি। এখানে এসে খুবই ভালো লাগছে।
উপজেলার বিভিন্ন সূর্যমুখী ফুল চাষিদের সাথে আলাপকালে তারা এশিয়ান টিভি অনলাইনকে জানান, সূর্যমুখী ফলনে সন্তুষ্ট আমরা। যদি আবহাওয়া ও বাজার ভাল থাকে অনেক টাকা লাভ হতে পারে। আমাদের মতো আরও কৃষক সূর্যমুখি চাষে আগ্রহী হয়েছেন। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সূর্যমুখীর চাষ করবেন বলে জানান তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available