• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৬:৪৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৬:৪৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মোংলায় মানববন্ধন

১২ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৫:২৮:০২

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মোংলায় মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি: পেশাগত দায়িত্ব পালনকালে বাগেরহাটের কচুয়ায় তিন সংবাদকর্মীর উপর হামলার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে বাগেরহাটের মোংলায় মানববন্ধন করেছে কর্মরত সাংবাদিকবৃন্দ।

১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় সাংবাদিক নুর আলম শেখ’র সভাপতিত্বে ও আলী আজীম’র সঞ্চালনায় পৌর মার্কেট চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাভিশন টেলিভিশনের মোংলা প্রতিনিধি জসিম উদ্দিন, ডিবিসি টেলিভিশনের মোংলা প্রতিনিধি সুব্রত ঢালী ও দৈনিক দক্ষিণাঞ্চলের প্রতিনিধি শফিকুল ইসলাম শান্ত।

এসময় উপস্থিত ছিলেন, আর টিভির সোহাগ মোল্লা, বাংলার দূতের এমরান হোসেন বাবুল, খুলনা গেজেটের বি এম ওয়াসিম আরমান, দৈনিক সময়ের কণ্ঠের ওমর ফারুক, দৈনিক ভোরের ডাকের হাসিব সরদার, দৈনিক আমার সংবাদের হাফিজুর রহমান, দৈনিক গণমুক্তির মনির হোসেন, দৈনিক সকাল বেলার নুর আলম বাচ্চু, দৈনিক বাংলাদেশ সমাচারের শেখ রাসেল, দৈনিক জনবানীর বায়জিদ হোসেন, তরঙ্গ নিউজের সুমন মন্ডলসহ মোংলায় কর্মরত সাংবাদিকরা।

মানববন্ধনে বক্তারা সংবাদ কর্মীদের উপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আজ হুমকির মুখে। দেশে সাংবাদিকেরা সংবাদ সংগ্রহ করতে নানান সময়ে পরিকল্পিত হামলার শিকার হচ্ছেন। এতে সমাজের নানান অসংগতি তুলে ধরা দিন দিন কঠিন হয়ে পড়ছে। দোষী ব্যক্তিদের শাস্তি না হলে অপরাধপ্রবণতা বৃদ্ধি পাবে। দ্রুত অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা গেলে দুর্বৃত্তরা নতুন করে অপরাধ করতে ভয় পাবে। পুলিশ বিভাগকে সঠিক তদন্ত করে প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে হবে।

আহত তিন সাংবাদিকরা হলেন, বেসরকারি টিভি চ্যানেল এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. কামরুজ্জামান, দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. মামুন আহমেদ ও ডিবিসি নিউজ টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি সৈকত মন্ডল।

উল্লেখ্য, ১০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে বাগেরহাটের কচুয়ার আলীপুর গ্রামে ধারাবাহিক লুটপাটের ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের সামনে দুর্বৃত্তদের হামলায় আহত হন ওই তিন সাংবাদিক।

এসময় সশস্ত্র দুর্বৃত্তের দল তাদের বেধড়ক মারপিট করে ক্যামেরা, মোবাইল ও মোটরসাইকেল ভাঙচুর করে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এসে তিন সাংবাদিককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫