• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১১:০১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১১:০১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে টেকনাফে শিক্ষকদের মানববন্ধন

১২ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৪২:০৩

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে টেকনাফে শিক্ষকদের মানববন্ধন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া-টেকনাফর ৩২টি রোহিঙ্গা ক্যাম্পে এনজিও সংস্থায় কর্মরত স্থানীয় ৪ হাজার স্কুল শিক্ষকেরা বেতন বৃদ্ধিসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছেন। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এ সময় বক্তাতা বলেন, রোহিঙ্গা এসে উখিয়া-টেকনাফের মানুষ অবর্ণনীয় ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের কারণে স্থানীয়রা হারিয়ে শ্রম বাজার, চাকরি, ফসলি জমি, ব্যবসা-বাণিজ্যসহ অনেক কিছু। তুবোও আমরা তাদের আশ্রয় দিয়েছি। অথচ রোহিঙ্গা ক্যাম্পে চাকরি দেওয়ার সময় যোগ্যতার অজুহাত দেখিয়ে স্থানীয় যোগ্যতা সম্পন্ন যুবকদের বৈষম্যের শিকার হতে হয়। এলাকার বাহিরের ছেলে মেয়েদের উচ্চ পদে চাকরি দেওয়ার সুযোগ দিয়ে রোহিঙ্গাদের কারণে প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত সে এলাকার শিক্ষিত যুবকদের বাদ দিয়ে স্থানীয়দের জন্য নিম্নমানের চাকরি সুযোগ দেয় একটি চক্র। ভবিষ্যতে এমন বৈষম্য হলে আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো।

শিক্ষকদের দাবিগুলো হলো- ১. ক্যাম্পে চাকরিরত শিক্ষকদের সর্বনিম্ন বেতন ২২ হাজার ৫০০ টাকা করতে হবে। ২. শিক্ষকদের মাতৃত্বকালীন ছুটি এবং ভাতা প্রদান করতে হবে। ৩. ক্লাস্টার সিস্টেম বাতিল করা এবং বিনা কারণে শিক্ষক-শিক্ষিকা ছাঁটাই না করা। ৪. প্রতি বছর দুই ঈদে উৎসব ভাতা প্রদান করতে হবে বলে দাবি করেন।

শিক্ষক রেজাউল করিম বলেন, আমরা অল্প বেতনে আগে চাকরি করতে পেরেছি, যখন সংসার ছোট ছিল, যাতায়াত ভাড়া কম ছিল, দ্রব্য মূল্যের তেমন বৃদ্ধি ছিল না। এখন সব কিছুর দাম কয়েক গুন বৃদ্ধি পেয়েছে। যার কারণে আমাদের সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। একমাত্র শিক্ষকতা পেশা ছাড়া আর কিছু নেই। তাই যেটাতে শ্রম দিয়ে যাচ্ছি সেটার বেতন যেন সময়ে সাথে বিবেচনা করে বৃদ্ধি হয় সেই দাবি করছি।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, রোহিঙ্গাদের কারণে আমার এলাকা বেশি ক্ষতিগ্রস্ত। তাই স্থানীয় শিক্ষিত যুবকদের চাকরিতে অগ্রাধিকার দিতে জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে এনজিও সংস্থা কোডেক এর টেকনাফে দায়িত্বরত এএফসি সুমন সরকার বলেন, চাকরি জীবনে আমারো সিনিয়র অভিভাবক রয়েছে। বর্তমান অবস্থাতে শিক্ষকেরা যে দাবিগুলো করেছে তা যুক্তিসংগত। তবে তাদের দাবিগুলো যেন যারা আমাদের পরিচালনা বা দেখভাল করে তাদের বরাবরে পৌঁছে সে ব্যবস্থা যেন করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫