• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:৫০:৫৬ (03-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:৫০:৫৬ (03-Dec-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

আশুলিয়ায় নিজ বাসায় একই পরিবারের ৩ জনের রহস্যজনক মৃত্যু

১২ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:০৩:৪৩

আশুলিয়ায় নিজ বাসায় একই পরিবারের ৩ জনের রহস্যজনক মৃত্যু

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি ফ্ল্যাটে একই পরিবারের ৩ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। প্রতিবেশীরা বলছেন, দাম্পত্য কলহের জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটে থাকতে পারে।

১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে আশুলিয়ার উত্তর ভাদাইল এলাকায় এম এ হাসান বাচ্চুর বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আশুলিয়ার ভাদাইল উত্তরপাড়া এলাকার এম এ হাসান বাচ্চু (৫৫), তার স্ত্রী স্বপ্না বেগম (৩৫) ও তাদের শিশু মেয়ে মোছা. জান্নাতী (৪)

এলাকাবাসি জানায়, বাচ্চু মিয়া ব্যবসায়ী ছিলেন। তিনি এর আগেও বিয়ে করেছিলেন। কিন্তু সেই বউ তাকে ফেলে চলে গেলে দ্বিতীয় বিয়ে করেন বাচ্চু। দ্বিতীয় ঘরে তার একজন ৪ বছর বয়সী কন্যা সন্তান ছিল। গতকাল (বুধবার) রাতে তাদের মধ্যে ঝগড়াবিবাদ হয়। আজ সকালে তাদের ঘরে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করেন। এসময় তারা বাচ্চু মিয়াকে মৃত অবস্থায় দেখতে পান। তার স্ত্রী ও সন্তান তখনও বেঁচে ছিল। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান। নিহত বাচ্চুর পা, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে।

এলাকাবাসি আরও জানায়, বাচ্চু তার স্ত্রী ও ছোট সন্তানকে নিয়ে তাদের চারতলা বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাটে থাকতেন। আরেকটি কক্ষে ১৮ বছর বয়সী তার বড় ছেলে থাকেন। সকালে হঠাৎ চারতলা থেকে তার বড় ছেলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসে এবং বাচ্চুর দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় দেখতে পায়।

নিহতদের প্রতিবেশী ফরিদা বেগম বলেন, সকাল বেলা স্বপ্না আমার সাথে কথা বলে তার মেয়েকে নিয়ে বাড়ির পাশে স্কুলে নিয়ে যায়। ১০ টার দিকে মেয়েকে নিয়ে ফিরে আসে স্বপ্না। এসময় বাচ্চু ও তার স্ত্রী স্বপ্নাসহ ছোট মেয়ে কক্ষের ভিতর দরজা আটকে দিয়েই ছিলো। পাশের কক্ষে তাদের বড় ছেলে ঘুমাচ্ছিলো। হঠাৎ তাদের বড় ছেলে কক্ষের দরজার নিচ দিয়ে ধোয়া বের হতে দেখে চিল্লাচিল্লি শুরু করে সবাইকে বাঁচানোর জন্য ডাকতে থাকে। পরে আমি গিয়ে আরও লোকজন ডেকে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করি বাচ্চু ও তার স্ত্রীসহ ছোট সন্তানকে বিছানার উপর পড়ে থাকতে দেখি। এসময় বিছানার জাজিমে আগুন ও ধোয়ার কারণে কেউ সহজে ভিতরে ঢুকতে পারছিল না। পরে তাদের বাড়ির পাশে হাসপাতালে নেয়ার আগেই তিনজন মারা যায়।

তিনি আরও জানান, বাচ্চু ও তার স্ত্রীর মধ্যে কোন ঝামেলা হয়েছিল মনে হচ্ছে। যে কারণে কক্ষের ভিতরে তারা নিজেরাই এই ঘটনা ঘটিয়েছে। বাচ্চুর গালে ধারালো অস্ত্রের জখমও দেখেছি। তাছাড়া তো আর কোন কারণ দেখি না।

এদিকে, ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে ঘটনাস্থলে র‍্যাবের সদস্যরা উপস্থিত হন। তবে বিকেল ৩ টা নাগাদ ঘটনাস্থলে পুলিশের কোন সদস্যকে সেখানে দেখা যায়নি।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান বলেন, ভাদাইলে একই পরিবারের তিনজনের মৃত্যুর খবর জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শার্শায় প্রতিবন্ধী সম্মেলন অনুষ্ঠিত
৩ ডিসেম্বর ২০২৪ রাত ০৯:১১:৫৯

কক্সবাজারে অস্ত্রসহ আটক ২
৩ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫০:৫৯







শ্রীপুরে দুই ভাইয়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
৩ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:৫৬:২৩