• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ বিকাল ০৪:২৫:৫৮ (22-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ বিকাল ০৪:২৫:৫৮ (22-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

দাবি মেনে নিয়ে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান

১৩ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:৫০:১৯

দাবি মেনে নিয়ে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান

স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুরের শিরির চালায় অবস্থিত এসএম নীটওয়্যারস্ লিমিটেড কর্তৃপক্ষ শ্রমিকদের সকল দাবি মেনে নিয়ে তাদের কাজে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন।

১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার কারখানা কর্তৃপক্ষের সাথে শ্রমিক, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

শ্রমিকদের সকল দাবি মেনে কারখানাটির এডমিন, এইচআর ও কম্প্লায়েন্সের ডিরেক্টর মোহাম্মদ আলী হোসাইন এর স্বাক্ষরে এক নোটিশে এই তথ্য জানানো হয়। যেখানে শ্রমিকদের ১৮টি দাবি মেনে নেয় এসএম নীটওয়্যারস্ লিমিটেড কর্তৃপক্ষ। যার মধ্যে হাজিরা বোনাস ৬০০ টাকা, নাইট বিল ৫০ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকাসহ অন্যান্য সকল সুবিধা ও নিরাপত্তার বিষয়টির নিশ্চয়তা দেয়া হয়।

সকালে শ্রমিকদের পাশাপাশি কর্তৃপক্ষের সাথে আলোচনায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক, গাজীপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব মো. ইসমাইল হোসেন, ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. সাকির আহমেদ সেতু, হাজী আব্দুল গনি মডেল একাডেমির সভাপতি মো. দেলোয়ার হোসেন, আলহাজ্ব আব্দুল আওয়াল মাস্টার, শ্রীপুর পৌর বিএনপির সদস্য মো. নাসির উদ্দিন প্রমুখ।

এ সময় ১৪ সেপ্টেম্বর শনিবার থেকে কারখানা চালুর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ফকিরহাট ভোররাতে গনি মঞ্জিলে চুরি
২২ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:২০:১৮


খাগড়াছড়িতে নিরাপদ সড়ক দিবস পালিত
২২ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:১৫:০৫