• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৬:৪১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৬:৪১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

একদিনে কুকুরের কামড়ে আহত ১৭

১৩ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১১:৫২:৩৯

একদিনে কুকুরের কামড়ে আহত ১৭

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে কুকুরের কামড়ে একদিনে ১৭ জন আহত হয়েছে।

১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ের বিভিন্ন গ্রামের সতের জন আহত হয়। কুকুরের কামড়ে আক্রান্তদের মধ্য ৬ জন শিশু কিশোর এবং ৫ জন বৃদ্ধ রয়েছে। আক্রান্তদের মধ্য ১৬ জন নেছারাবাদ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

কুকুরের কামড়ে আক্রান্ত কৌড়িখাড়া গ্রামের মো. রিয়াজ হোসেন বলেন, তিনি বৃহস্পতিবার বিকেলে মটর সাইকেল যোগে বাজারে আসছিলেন। এমন সময় একটি কুকুর এসে তার পায়ে কামড় দেয়। তিনি তৎক্ষণাত স্থানীয় নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ফার্মেসি থেকে ভ্যাক্সসিন কিনে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত কুকুরের কামড়ে আরও ১৬ জন আহত হয়েছেন। আহতরা হলেন, ইলুহার গ্রামের মো. মারুফ (১৩), ডুবি গ্রামের মো. আব্দুল্লাহ (১৩), বলদিয়া গ্রামের মো. তাওসান (১০), ডুবি গ্রামের গিয়াস (১৫), সুটিয়াকাঠি গ্রামের আমিনা (৮০), একই গ্রামের ডালিয়া আক্তার (৫২), চামী গ্রামের শামসুন্নাহার (৩০), ডুবি গ্রামের ফাতেমা (৪), কৌড়িখাড়া গ্রামের হাফসা মনি (১৮), ইলুহার গ্রামের মিমি (১৬), সুটিয়াকাঠি গ্রামের আসাদুজ্জামান (২৮), উমারেরপাড় গ্রামের মো. সানাউল (২৩), সুটিয়াকাঠি গ্রামের জাকির হোসেন (৬০), একই গ্রামের আলমগীর হোসেন (৬৫), আরিফ বিল্লাহ (১৬)। এরা সবাই বাইরে থেকে ভ্যাক্সসিন কিনে নেছারাবাদ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান জানান, উপজেলা হাসপাতালে কুকুরের কামড়ের ভ্যাক্সিনের সরবারহ নেই। যারা আক্রান্ত হয়েছেন তারা বাইরে থেকে ভ্যাক্সিন কিনে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০