• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৩:১৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৩:১৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙ্গামাটির ৭৫১ শিক্ষার্থীর মাঝে উন্নয়ন বোর্ডের শিক্ষা বৃত্তি বিতরণ

৫ এপ্রিল ২০২৩ দুপুর ১২:০৬:৩৩

রাঙ্গামাটির ৭৫১ শিক্ষার্থীর মাঝে উন্নয়ন বোর্ডের শিক্ষা বৃত্তি বিতরণ

আলমগীর মানিক, (রাঙ্গামাটি) প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদের অংশীদারিত্ব নিশ্চিত করতে পার্বত্য চট্টগ্রামের মেধাবী শিক্ষার্থীদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইচ্ছেনুসারে প্রতিষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে তিন পার্বত্য জেলার কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেধাবী শিক্ষার্থীদের বর্তমানে দুই কোটি টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার হতদরিদ্র ছাত্র-ছাত্রীরা যাতে তাদের মেধার বিকাশ ঘটিয়ে নিজেদেরকে দেশের জন্য সম্পদে পরিণত করতে পারে সেই লক্ষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড শিক্ষা বৃত্তির পাশাপাশি অত্রাঞ্চলের শিক্ষার্থীদের আত্মকর্মসংস্থা সৃষ্টির লক্ষ্যে কম্পিউটার প্রশিক্ষণ, আউটসোর্সিংসহ বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।

৩ এপ্রিল সোমবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাইনী হল রুমে রাঙামাটি জেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিখিল কুমার চাকমা এসব কথা বলেন।

শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য অধ্যাপক ড. সেলিনা আখতার, রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. প্রীতি প্রসুন বড়ুয়া, উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন ইফতেখার আহমেদ, সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন উর রশিদ, সদস্য পরিকল্পনা মোঃ জসিম উদ্দিন, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক প্রমুখ। এসময়  পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমাসহ অন্যান্য কর্মকর্তাগণ ও শিক্ষার্থী ও অভিভাককরা উপস্থিত ছিলেন।

এবার রাঙ্গামাটি জেলার বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৪০৬ জন এবং কলেজ পর্যায়ে ৩৪৫ জনসহ মোট ৭৫১ জনকে ১০ হাজার ও ৭ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হচ্ছে বলে উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০