পঞ্চগড় প্রতিনিধি: নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটূক্তি করায় মহাপরিচালকের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত নার্সরা। ১৪ সেপ্টেম্বর শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ের সামনে মহা পরিচালক মাকসুরা নুরের পদত্যাগের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে নার্সরা বলেন, দেশের সকল নার্সদের নিয়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহা পরিচালক মাকসুরা নূর জঘন্য মন্তব্য করেন। যার ফলশ্রুতিতে ঐ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানায় এবং উনার পদত্যাগ চাই।
বক্তারা নার্সিং এর মহাপরিচালকসহ সকল পদে নার্সদের পদায়ন দাবি করেন। অবিলম্বে তাদের দাবি পূরণ করতে হবে বলেও হুঁশিয়ারি বক্য উচ্চারণ করেন নার্সদের প্রতিনিধিরা।
বক্তারা আরও বলেন, আমরা এমন একটি পেশার সাথে জড়িত যেটা মানবিক পেশা হিসেবে পরিচিত, আমরা মানব সেবায় নিয়োজিত থাকি । গর্ভবতী মা ও অন্যান্য রোগীদের আমরা অনেক সময় ২৪ ঘণ্টাই সেবা দিয়ে থাকি । নার্সরা দুঃখ প্রকাশ করে বলেন যে, আমরা আমাদের ন্যায্য প্রাপ্য টুকু পাই না। তাই আমরা প্রধান উপদেষ্টাসহ স্বাস্থ্য উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি। যেন আমাদের বৈষম্য দূর করে সময় অনুযায়ী পদায়ন করা হয়।
মানববন্ধনে বৈষম্য বিরোধী নার্সিং অ্যাসোসিয়েশনের জেলা শাখার সদস্য ও স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স শিউলি আক্তার ও দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার ইতি খন্দকারসহ দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফরাসহ সকল নার্সরাদের উপস্থিত লক্ষ্য করা যায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available