টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার টেকনাফের হ্নীলা রংগীখালী এলাকার শিক্ষার্থী আবছার উদ্দিন সড়ক দুর্ঘটনায় অপর একজনকে বাঁচাতে গিয়ে মৃত্যু বরণ করেছেন।
১৪ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যু বরণ করেন বলে জানা গেছে। মৃত আবছার উদ্দিন রংগী খালী লামার পাড়া গ্রামের মোহাম্মদ হোছনের ছেলে। সে হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ থেকে সদ্য সমাপ্ত এইচ এস সি সাধারণ শিক্ষায় উত্তীর্ণ হয়ে কক্সবাজার সরকারি কলেজে স্নাতকোত্তর বিভাগে আবেদন করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গেল ৮ সেপ্টেম্বর কক্সবাজার থেকে পাসপোর্টে অফিসের ব্যক্তিগত কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে উখিয়া কুতুপালং এলাকায় পৌঁছলে হঠাৎ একটি ছেলে গাড়ির সামনে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বজনদের কাছে খবর দিয়ে তাৎক্ষণিক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে তাহার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
আজ ১৪ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যু বরণ করেন বলে পরিবারের সদস্যরা নিশ্চিত করেন। মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে পৌঁছালে পরিবারের সিদ্ধান্তমতে জানাজা সম্পন্ন করে রংগীখালী কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, একজন ছাত্রের অকাল মৃত্যুতে আমরা হ্নীলাবাসী গভীরভাবে শোকাহত। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি তার পিতা মাতা যেন আল্লাহ ধৈর্য ধরার তেীফিক দেন সেই দোয়া করি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available