• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৮:২৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৮:২৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মাটিরাঙ্গায় সেনা জোনের ইফতার সামগ্রী বিতরণ

৫ এপ্রিল ২০২৩ দুপুর ১২:৫৮:৪৯

মাটিরাঙ্গায় সেনা জোনের ইফতার সামগ্রী বিতরণ

মো. ফারুক হোসেন, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরণের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় ৩ এপ্রিল সোমবার পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্যে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ মাঠে ১২০ ও জোন আওতাধীন এলাকায় টহলের মাধ্যমে ৩০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান।

এসময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন,পিএসসিসহ সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

ইফতার সামগ্রী পেয়ে সাধারণ জনগণ আবেগ আপ্লুত হন এবং সেনাবাহিনী তথা মাটিরাঙ্গা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা, ছোলা, তৈল ও চিনি।

জোনের দায়িত্বপূর্ণ এলাকার জনসাধারণ মানুষের মাঝে মাটিরাঙ্গা জোন কর্তৃক এ রকম কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলেছে। 
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২